আন্তর্জাতিক ক্রিকেটে মেন ইন গ্রিনের হয়ে খেলা একজন অন্যতম সেরা অলরাউন্ডার হলেন শাহিদ আফ্রিদি। তবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং স্টাইলের জন্য তাকে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার তাকে চূড়ান্তভাবে ট্রল করলেন প্রাক্তন সতীর্থ শোয়েব আখতার। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে বর্তমানে ব্যাপক চর্চা চলছে।
সমস্ত ফরম্যাট মিলিয়ে ৫৪১টি উইকেট সংগ্রহ করার পাশাপাশি ১০,০০০-এরও অধিক রান করেছেন আফ্রিদি। তিনি একজন বিগ হিটার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। নিঃসন্দেহে আফ্রিদি হলেন পাকিস্তানের একজন অন্যতম ম্যাচ উইনার। আক্রমণাত্মক মেজাজে টপ গিয়ারে সর্বদা তিনি খেলতে পছন্দ করেন। এই কারণে বহুবার তিনি দ্রুত আউট হয়েছেন। তার পরিসংখ্যানের দিকে তাকালে ছবিটা আরও স্পষ্ট হবে। আফ্রিদি মোট ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র শ্রীলঙ্কার প্রাক্তন বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান সনথ জয়সূর্যর অবশ্য তার থেকে অধিকবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে।
ব্যাটিংয়ের জন্য শাহিদ আফ্রিদিকে চূড়ান্তভাবে ট্রল করলেন শোয়েব আখতার
২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময় একটি অবাঞ্ছিত রেকর্ড করেছেন আফ্রিদি। নিজের কেরিয়ারে ১০০ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছেন এই পাক ক্রিকেটার। তবে আফ্রিদির ভালো রেকর্ডের সংখ্যাও অনেক। যেমন আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘতমা (১৫৮ মিটার) ছক্কা মারার রেকর্ড রয়েছে এই ক্রিকেটারের ঝুলিতে। ২০১৪ সাল পর্যন্ত মাত্র ৩৭ বলে দ্রুততম ওডিআই সেঞ্চুরি করার রেকর্ড ছিল আফ্রিদির দখলে। ২০১৪ সালের ১ জানুয়ারি কোরি অ্যান্ডারসন এই রেকর্ড ভাঙেন। তারপর ২০১৫ সালের ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে শতরান হাঁকিয়ে এই রেকর্ড পুনরায় ভাঙেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স।
পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার স্পষ্টভাষণের জন্য পরিচিত। ফের একবার তিনি সেই নজির সৃষ্টি করেছেন। আখতারের একটি ভিডিও ক্লিপ বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে। কি রয়েছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের চারিদিকে অনেক শিশু। তিনি প্রত্যেকের কাছে জানতে চাইছেন তারা বড় হয়ে কি হতে চায়। তখন একটি শিশু বলে ওঠে, বড় হয়ে সে শাহিদ আফ্রিদি হতে চায়। এর জবাবে মজা করে শোয়েব আখতার বলেন, “আফ্রিদি? তাহলে তুইও তাড়াতাড়ি আউট হবি।”
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য