ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত ছন্দে ছিলেন জসপ্রীত বুমরাহ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তিনি মুখিয়েছিলেন। কিন্তু চোটের কারণে এই সিরিজ থেকে তিনি বাদ পড়েছেন। পিঠের ব্যথায় কাবু এই ভারতীয় পেস বোলার। লোয়ার ব্যাকে স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন বুমরাহ। সমস্যা অত্যন্ত গুরুতর না হলেও কোনোরকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাই তাকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে তরতাজা বুমরাহকে পাওয়া যায়। এবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য এই বোলার।
অক্টোবর মাসেই যুক্তরাজ্যে যাচ্ছেন বুমরাহ। জানা গিয়েছে, সেখানে গিয়ে তিনি একাধিক চিকিৎসকের পরামর্শ নেবেন। এর পরই স্পষ্ট হবে কবে নাগাদ বুমরাহ মাঠে ফিরতে পারবেন। তার সঙ্গে যুক্তরাজ্যে যাচ্ছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেড ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিক।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য