ক্রিকেট মাঠে সময়টা ভালো যাচ্ছে না করুন নায়ারের। ভারতীয় দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না। তবে নায়ারের ব্যক্তিগত জীবনে এবার খুশির খবর এল। দীর্ঘদিনের বান্ধবী সানায়া টাঙ্কারিওয়ালার সঙ্গে বাগদান পর্ব সেরে নিয়েছেন এই কর্ণাটকী ক্রিকেটার। শীঘ্রই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি তারা একসঙ্গে ছুটিও কাটিয়েছেন। টুইটারে ছবি আপলোড করে সানন্যা তাদের বিয়ের কথা ঘোষণা করেছেন। বিয়ের প্রস্তাব দেওয়ার একটি ভিডিয়ো নায়ারও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নায়ার একটি আংটি বের করে সানন্যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। স্বভাবতই সানন্যা এই দৃশ্য দেখে অত্যন্ত খুশী হন। আগামী পাঁচ মাসের মধ্যেই তাদের বিয়ে হবে।
২০১৬ সালের নভেম্বরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ডেবিউ করে ক্রিকেট দুনিয়ায় পা রাখেন নায়ার। তার খেলায় দর্শকরা মুগ্ধ হন। সিরিজের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে তিনি অপরাজিত ৩০৩ রানের ম্যারাথন ইনিংস খেলেন। বীরেন্দ্র সেহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে তিনি তিনশ রানের ইনিংস খেলেন। তবে, মাত্র ছয় ম্যাচ পরই দল থেকে বাদ পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০১৮ সালের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত একটি মাত্র টেস্ট ম্যাচে কামব্যাক করেন নায়ার। কিন্তু প্রথম একাদশে তার ঠাঁই হয়নি। তারপর ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে তাকে দলে নেওয়া হয়। ঋষভ পন্ত এবং হনুমা বিহারীদের মতো ক্রিকেটাররা ডেবিউ করলেও রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় নায়ারকে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলার সুযোগ না পাওয়ায় তার হতাশা আরও বাড়ে। নায়ার শেষবারের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গতবারের আইপিএলে রবিচন্দ্রন আশ্বিনের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য