ফের খেলার মাঠে প্রাণ হারালেন এক ফুটবলার। কলকাতা ময়দানের তিন বড় ক্লাবের হয়ে খেলা রাধাকৃষ্ণন ধনরাজন রবিবার সন্ধেয় কেরলের পেরিন্তালমান্নায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও তিনি প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যুতে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সেভেনস ফুটবল টুর্নামেন্টে এফসি পেরিন্তালমান্নার হয়ে স্বাস্থ্য মেডিকেলস এফসি থ্রিসুরের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ধনরাজন। খেলা চলাকালীন ২৭ মিনিটের মাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাঠেই এই ডিফেন্ডারকে লুটিয়ে পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে পৌঁছনোর আগেই ধনরাজনের মৃত্যু হয়েছিল। দ্য টেলিগ্রাফ পত্রিকাকে সেভেনস ফুটবল টুর্নামেন্টের এক আধিকারিক তথা ধনরাজনের বন্ধু আমিরুধীন কে বলেন, আমরা দেখলাম ধনরাজন মাঠে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা তার কাছে ছুটে যাই। তবে ততক্ষণে সব আশা শেষ হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগের কারণে আমাদের বন্ধুকে আমারা হারালাম।
রাত ৯.৩০টায় ম্যাচ আরম্ভ হয়। রাত ৯.৫৭ নাগাদ ঘটনাটি ঘটে। হঠৎ কি হল তা আমারা বুঝতেই পারলাম না। তিনি ভালো খেলছিলেন। কয়েকটি ভালো ক্লিয়ারেন্সও করেন। তারপরই হঠাৎ নিজের বাঁহাত তুলে মাঠেই লুটিয়ে পড়েন ধনরাজন।
প্রসঙ্গত, দ্য সেভেনস ফুটবল টুর্নামেন্ট কেরলের একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট। অল কেরালা সেভেনস ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট পরিচালনা করেন। আইএম বিজয়ন, জো পল আঞ্চেরি, সিকে বিনীথের ন্যায় খেলোয়াড়রা অতীতে এই টুর্নামেন্টে খেলেছেন। ৬০ মিনিটের এই ম্যাচে দুটি ভাগে মোট ৩০ মিনিট করে খেলা হয়। ধনরাজন প্রথমবার খেলেছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে। ২০০৫ সালে ডেনসন দেবদাসের সঙ্গে তিনি কলকাতায় এসেছিলেন।
প্রসঙ্গত, এর আগেও ভারতের ফুটবল মাঠে ফুটবলারের মৃত্যুর নজির রয়েছে। ২০১৪ সালে মিজোরামে একটি ফুটবল টুর্নামেন্ট গোল করার পর সেলিব্রেশন করতে গিয়ে ডিগবাজি খাওয়ার সময় গোল পোস্টে মাথা ঠুকে গিয়ে চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সী ফুটবলার পিটার বিয়াকসাঙ্গজুয়ালা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য