পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর গতি এবং স্যুইংয়ের মাধ্যমে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন মহম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়। পাকিস্তানের বিখ্যাত পোস বোলিং বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কাঁধে দায়িত্ব চাপানো হয়। তবে বাস্তবে তেমনটা ঘটেনি। ইচ্ছাকৃতভাবে নো বল করার পর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এই ক্রিকেটার। পাঁচ বছরের জন্য তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। আমির অপরাধ স্বীকার করেন। তার ছ মাসের জেল হয়েছিল।
নিষেধাজ্ঞা উত্তীর্ণ হওয়ার পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন ঘটেছে। তারপর থেকে তিনি জাতীয় দলের নিময়িত সদস্য হয়ে উঠেছেন। টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেও সীমিত ওভারের দলে তার পারফরমেন্স প্রশংসা অর্জন করেছে। এই বাঁহাতি পাক বোলার ৩৬টি টেস্ট, ৬১টি ওডিআই এবং ৪৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ থেকে যথাক্রমে ১১৯, ৮১ এবং ৫৯টি উইকেট সংগ্রহ করেছেন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোলার হিসেবে তিনি কতটা দক্ষ। তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর থেকে অনেক অনুরাগী আমিরকে ঘৃণা করেন। অনেক সময় তিনি অপমানিত হয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তরপর্বে স্টিভ স্মিথ জানিয়েছেন, তিনি সবচেয়ে দক্ষ যে বোলারের মোকাবিলা করেছেন তিনি হলেন মহম্মদ আমির। তবে স্মিথের প্রশংসাকে উড়িয়ে দিয়ে এক ট্যুইটার ব্যবহারকারী বলেন, আমির সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং খারাপ মনের মানুষ। ওই ট্যুইটার ব্যবহারকারী লেখেন, আমি আমিরকে ঘৃণা করি। কেউ যদি তার প্রশংসা করেন তাতে তিনি রাতারাতি মহান হয়ে যাবেন না। তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং খারাপ মনের মানুষ।
হিংসে করে সফল হওয়া যায় না: বললেন মহম্মদ আমিরের স্ত্রী নার্জিস
এই পরিস্থিতিতে মহম্মদ আমিরের পাশে দাঁড়িয়েছেন তা স্ত্রী নার্জিস। ওই ট্যুইটার ব্যবহারকারীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হিংসে করে জীবনে সফল হওয়া যায় না। এই ধরণের নেতিবাচক লোকজন আমিরের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। কারুর মতামত বা মন্তব্যের জন্য তিনি খারাপ হয়ে যাবেন না। এটার মাধ্যমে বরং তাকে নিয়ে যে কত হিংসে করা হয় সেটা স্পষ্ট হয়েছে। আর সত্যি কথা বলতে কি হিংসের মাধ্যমে কেউ সফল হতে পারেন না।
সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে আসেন মহম্মদ আমির। ইংল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পাক পেসার। আগস্টে নিজের দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশ্যায় তিনি ইংল্যান্ড সফরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩০ জুলাই থেকে তিনটি টেস্ট এবং সম সংখ্যক টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য