কলকাতা, সুন্দরবন সহ আশেপাশের এলাকায় সম্প্রতি তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আম্ফান। এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ উপড়ে পড়েছে। এই পরিস্থিতিতে দুবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৫০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করবে কেকেআর। প্রসঙ্গত, গত ২০ মে আছড়ে পড়ে আম্ফান। এই ঝড়ে কলকাতা প্রায় স্তব্ধ হয়ে পড়ে।
৮৫ জনেরও অধিক মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া অনেক পরিষেবা ব্যহত হয়েছে। গাছ উপড়ে পড়ার পাশাপাশি অনেক বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে সাইক্লোন আম্ফানের তাণ্ডব মানুষের জীবনকে আরও অতিষ্ঠ করে তুলেছে। গাছ লাগানো ছাড়াও দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেকেআর।
মানবিক উদ্যোগ গ্রহণ করল কেকেআর
একটি বিবৃতিতে কেকেআর জানিয়েছে, এই উদ্দেশ্যে যোগদান দেওয়ার ব্যাপারে কেকেআর প্রতিজ্ঞাবদ্ধ। কেকেআরের প্ল্যান্ট এ সিক্স উদ্যোগের অধীনে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং কলকাতায় ৫,০০০ গাছ রোপণ করব। ফার্স্টপোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত চারটি এলাকা- কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রেশন এবং অত্যাবশ্যকীয় হাইজিন দ্রব্য গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হবে। এর আগে কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান বলেছিলেন, একসঙ্গে হাঁসতে পারার আগে এই কঠিন সময়ে আমাদের অবশ্যই একত্রে থাকতে হবে। সাইক্লোন আম্ফানের তাণ্ডবের পর পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি দেখা করেন। দুজনে একসঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন। সাইক্লোন বিধ্বস্ত বাংলা এবং ওড়িশার জন্য ২২ মে শুক্রবার ১,৫০০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গে দিঘা উপকূলের নিকটে প্রথমে আছড়ে পড়ে সাইক্লোন আম্ফান। পরে তা দুই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক তাণ্ডব চালায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮৬ জনের মধ্যে বিদ্যুতের ছোবলে ২২ জনের প্রাণ গিয়েছে। এছাড়া দেওয়াল চাপা পড়ে ২১ জন মারা গিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আম্ফানে ১ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফের একবার ভারতের উপকূলবর্তী এলাকায় সাইক্লোন হানা দিয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে আমার অনেক ভাইবোনের ক্ষতি হয়েছে। সাইক্লোনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলাম। এছাড়া রাজ্য সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছিল কেন্দ্রীয় সরকার।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য