শুক্রবার ক্যান্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে দুরন্ত জয় পেল শ্রীলঙ্কা। পাশাপাশি জোড়া রেকর্ড করলেন বোলার লাসিথ মালিঙ্গা। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। পর পর চার বলে তুলে নিয়েছেন চারটি উইকেট। এর মধ্যে দিয়ে প্রথম বোলার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে ১০০ উইকেট সংগ্রহ করলেন মালিঙ্গা। এর আগে টি-২০ তে সর্বোচ্চ উইকেট ছিল পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদির (৯৭)। শ্রীলঙ্কার এই তারকা বোলার পর পর চার বলে যথাক্রমে হামিস রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম, রস টেলর এবং কলিন মুনরোর উইকেট তুলে নিয়েছেন। ২০০৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও হ্যাটট্রিক নিয়েছিলেন মালিঙ্গা।
এদিন ক্যান্ডিতে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৫ রান তোলে তারা। জবাবে কিউইরা ৮৮ রানে অল আউট হয়ে যায়। ৩৭ রানে জয়ী জয় শ্রীলঙ্কা। মালিঙ্গা নিয়েছেন ৫ উইকেট (৪-১-৬-৫)। এছাড়া দুই উইকেট নিয়েছেন ধনঞ্জয়। একটি করে উইকেট নিয়েছেন সন্দকন এবং হাসারাঙ্গা।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ : বিশ্রামে উইলিয়ামসন, অধিনায়ক সাউদি
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
মন্তব্য