করোনাভাইরাসের প্রকোপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম সংস্করণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আইপিএল ২০২০ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশেষত দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর বার বার উঠছে এই প্রশ্ন। আইপিএল আয়োজনের জন্য এবার হাতে সময় আরও কমে গিয়েছে। তবে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা বলেছেন, যতদিন না জনজীবন স্বাভাবিক হচ্ছে, ততদিন সবকিছু অপেক্ষা করতে পারে।
লকডাউনের কারণে অন্যান্যদের মতো ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়াতে আরও বেশি সময় কাটাচ্ছেন। মাঠের বাইরে রোহিত শর্মা এবং যুজবেন্দ্র চাহালের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। সম্প্রতি তারা লাইভ চ্যাট করার জন্য ইনস্টাগ্রামে হাজির হয়েছিলেন। এই লাইভ সেশনের সময় লেগস্পিনার চাহাল এই বছরের আইপিএলের ভাগ্য নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন। এর দ্রুত জবাব দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, সবার আগে দেশ। এই ক্রিকেট লিগকে অপেক্ষা করতে হবে। রোহিতের কথায়, আমাদের প্রথমে দেশের কথা ভাবতে হবে। আগে পরিস্থিতির উন্নতি হোক। তারপর আমরা আইপিএলের কথা ভাবতে পারি। প্রথমে জনজীবন স্বাভাবিক হোক।
পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি রোহিত শর্মা
এছাড়া মুম্বইয়ের ফাঁকা রাস্তাঘাটের কথাও উল্লেখ করেছেন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, নিজের শহরের এরকম অবস্থা তিনি আগে দেখেননি। রোহিতের কথায়, বম্বকে আগে কখনও আমি এরকম অবস্থায় দেখিনি। চাহালের সঙ্গে কথা বলার সময় ৩২ বছর বয়সী ক্রিকেটার ব্যালকনি থেকে জনশূন্য রাস্তার দৃশ্য দেখিয়েছেন। তবে ভারতের সীমিত ওভারের অধিনায়ক ক্রিকেট থেকে এই বিরতি পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুব খুশি। রোহিত আরও বলেন, ক্রিকেটার হিসেবে আমরা পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারি না। এত ক্রিকেট খেলতে হয় এবং সফরে যেতে হয় যে, সময় পাওয়া যায় না। তবে এখন ওদের সঙ্গে অনেক সময় কাটাতে পারব।
এবার আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গে আসা যাক। করোনাভাইরাসের কারণে প্রত্যেক দ্বিপাক্ষিক সিরিজ এবং টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। দ্রুত গতিতে ভাইরাস ছড়ানোর ফলে ভারত-দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ বাতিল হয়েছে। এই সিরিজের জন্য ভারতীয় দলে রোহিতকে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর তিনি সম্পূর্ণ সেরে উঠতে পারেননি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য