দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সুরেশ রায়না। ২০১৮ সালের পর থেকে তাকে ভারতের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। আগামী টি-২০ বিশ্বকাপের আগে দলে জায়গা পেতে বিবেচিত হওয়ার জন্য আইপিএলের দিকেই রায়নার নজর ছিল। এই টুর্নামেন্টে ভালো খেলার জন্য তিনি মুখিয়ে ছিলেন। এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। গত কয়েক বছর ধরে সিএসকের হয়ে তিনি ধারাবাহিকতা দেখিয়েছেন। তবে চিন্তার বিষয় হল, করোনাভাইরাসের প্রকোপের কারণে এবারের আইপিএল বাতিল করা হতে পারে। আইপিএলের সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন রায়না। করোনাভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ৫২ লক্ষ দান করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
আইপিএল ২০২০-এর সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রায়না বলেন, এই মুহূর্তে জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানান, গাইডলাইন মেনে চলা প্রয়োজন। কেবলমাত্র সমস্ত সমস্যা মিটে যাওয়ার পরই টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে।
‘আইপিএল নিশ্চই অপেক্ষা করতে পারে’: সুরেশ রায়না
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রায়নার বক্তব্য, এই মুহূর্তে জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইপিএল নিশ্চিতভাবে অপেক্ষা করতে পারে। লকডাউনের সময়ে আমাদের সরকারের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। নাহলে আমাদের এর ফল ভুগতে হবে। জনজীবন স্বাভাবিক হলে আমরা আইপিএলের কথা ভাবতে পারি। এখন এত মানুষের মৃত্যু হচ্ছে, আমাদের জীবন বাঁচাতে হবে। প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে পরিস্থিতির অবনতি হওয়ার আগে চেন্নাইতে সিএসকে ট্রেনিং ক্যাম্পে অধিনায়ক এমএস ধোনি সহ অন্যান্যদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন। নেটে ধোনি কিভাবে প্র্যাকটিস করতেন সেই ব্যাপারেও মন্তব্য করেছেন রায়না। তিনি জানান, ক্যাম্পটা ভালো ছিল। আমি সেখানে দুমাস ছিলাম। তারপর করোনাভাইরাসের জন্য সব বন্ধ হয়ে গেল। ধোনির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। নেটে তিনি ভালো ব্যাট করছিলেন। তার ক্ষিদে ছিল অনেকটা কোনো তরুণ খেলোয়াড়ের মতো। তিনি একটানা তিন ঘন্টা ব্যাট করতেন। রায়না তার কোয়ারেন্টাইন সময় কিভাবে কাটাচ্ছেন, তাও জানিয়েছেন। উত্তরপ্রদেশের এই খেলোয়াড় বলেন, ক্রিকেটের বাইরেও জীবনের যে অন্যান্য গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তা বোঝার চেষ্টা করছি। লকডাউনের সময় একটু আরাম করছি, রান্না করছি, সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছি। ক্রিকেটের বাইরে জীবনের যে অন্যান্য গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এই ধরণের মুহূর্তগুলি থেকে তা আমরা বুঝতে পারি। লকডাউন থেকে মানুষের এটা উপলব্ধি হওয়া উচিত যে অমায়িক হওয়ার কতটা গুরুত্ব রয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য