ফিফার বর্ষসেরা ফুটবল প্লেয়ার হলেন লিওনেল মেসি। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে এই সম্মান জিতে নিলেন বার্সেলোনার স্ট্রাইকার। মিলানের ঐতিহাসিক লা স্কালা অপেরা হাউজে অনুষ্ঠিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে রোনাল্ডো উপস্থিত ছিলেন না।
লিভারপুলের তারকা প্লেয়ার ভার্জিল ভ্যান ডাইক গত মাসে উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তাই অনেকে মনে করেছিলেন, ফিফার বর্ষসেরা খলোয়াড় হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন। তবে শেষ হাসি হাসলেন ফুটবলের রাজপুত্র। তারা দুজনেই এবারের ব্যালন ডি’অর সম্মানের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। আগামী ২ ডিসেম্বর এই পুরস্কার ঘোষণা করা হবে। ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পর মেসি বলেন, যারা আমাকে এই সম্মানের জন্য যোগ্য বিবেচনা করেছেন তাদের ধন্যবাদ জানাই। অন্যদিকে মেসির পাশাপাশি, এবছরের ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনোই।
২০১৬ সালে চালু হওয়া ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান এই প্রথমবার অর্জন করলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। ২০১৬ এবং ২০১৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন রোনাল্ডো। ২০১৮ সালে এই পুরস্কার পান ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মড্রিচ। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে পরাজিত হওয়ার আগে এই টুর্নামেন্টে ১২টি গোল করে টপ স্কোরার হয়েছিলেন মেসি। লা লিগায় ৩৬টি গোল করার পর ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার জয়ী হয়েছিলেন তিনি। মূলত মেসির দৌলতেই ২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রোঞ্জ জিতে নেয় আর্জেন্টিনা। ইতালির ফাবিয়ো কানাভারোর পর এই প্রথম ডিফেন্ডার হিসেবে ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন নেদারল্যান্ডের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য