বাংলাদেশের বিরুদ্ধে চলতি চট্টগ্রাম টেস্টের পরই এই ফর্ম্যাট থেকে অবসর নেবেন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবী। গত এক দশক ধরে তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত। আফগানিস্তান ক্রিকেটের সার্বিক উন্নয়নে নবীর ভূমিকা অনস্বীকার্য।
ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা দুটি টেস্ট ম্যাচে নবী মাত্র ২৫ রান করেন। পেয়েছেন ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে নবী বা আফগানিস্তান এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে না পারলেও ব্যাঙ্গালোরে প্রথম বারের জন্য সাদা রঙের জার্সি পরে যখন তারা মাঠে নেমেছিল তা স্মরণীয় মুহূর্ত হিসেবে ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে।
আফগানিস্তানের টিম ম্যানেজার নাজিম জার আব্দুরাহিমজাই বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচের পরই অবসর নেবেন নবী। এই নিয়ে মোট তিনটি টেস্ট ম্যাচে অংশ নিলেন তিনি। বিশেষজ্ঞদের ধারনা, নবী সহ আফগান দলের বেশ কিছু সিনিয়র প্লেয়ার আগামী দিনে অবসর নেবেন। ভবিষ্যতের কথা ভেবে তরুণ খেলোয়াড়দের নিয়ে টেস্ট দল তৈরি করা হবে।
ক্রিকেট দুনিয়ায় আফগানিস্তান যখন পথ চলা শুরু করে তারপর থেকে অনেক খেলোয়াড়ই দলে এসেছেন। কিন্তু কেউ নবীর মতো দীর্ঘস্থায়ী হননি। ২০১৫ বিশ্বকাপে নবীর অধিনায়কত্বে প্রথমবার সবার নজর কাড়েন আফগানরা। বেশ কিছু বড় দল তাদের হারাতে হিমসিম খায়। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে পরাজিত করে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে নবীদের ম্যাচ টাই হয়।
টেস্ট ক্রিকেট থেকে ঠিক কি কারণে তিনি অবসর নিচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, সীমিত ওভারের ম্যাচেই আপাতত মনোনিবেশ করতে চান নবী।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য