ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২০১১ সালের ২ এপ্রিল একটি স্মরণীয় তারিখ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করে কপিল দেবের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন এমএস ধোনি। তার নেতৃত্বের রেকর্ড এখনও ভারতীয় ক্রিকেটে অতুলনীয়। তবে সেই ঐতিহাসিক ম্যাচের দিন একটা অদ্ভূত ঘটনা ঘটেছিল। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে দুবার টস অনুষ্ঠিত হয়। এর ফলে সংবাদমাধ্যমে নানা জল্পনা ছড়ায়। শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক কুমার সাঙ্গাকারা অবশেষে এর পিছনে কি কারণ ছিল তা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাইনাল ম্যাচে প্রথমবারের টস অনুষ্ঠিত হওয়ার সময় তিনি হেড না টেল বলেছেন, সেটা ভারতীয় অধিনায়ক এমএস ধোনি শুনতেই পাননি। কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শক তখন প্রবল চিৎকার, চেঁচামেচি করছিলেন। ভারতে কুমার সাঙ্গাকারার এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। তিনি জানিয়েছেন, একবার ইডেন গার্ডেন্সে দর্শকদের প্রবল চিৎকারের জন্য প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারও উইকেটকিপার সাঙ্গাকারার কথা শুনতে পাননি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের সেই ঘটনা প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, টসে তার ডাক শুনতে না পাওয়ায় ফের একবার টস অনুষ্ঠিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন এমএস ধোনি। দ্বিতীয়বারের টসে জয়ী হয় শ্রীলঙ্কা। ইনস্টাগ্রাম লাইভ সেশনে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপচারিতার সময় সাঙ্গাকারা বলেন, আমার মনে হয় দর্শকদের প্রবল চিৎকারের কারণে ওই ঘটনা ঘটে। এটা শ্রীলঙ্কায় কোনোদিনও অনুষ্ঠিত হয়নি। তবে ইডেন গার্ডেন্সে এরকম ঘটনা একবার ঘটেছিল। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের সঙ্গে আমি কথা বলতে পারিনি। এবং তারপর একই ঘটনা ঘটল ওয়াংখেড়েতে। টসের ঘটনা আমার মনে আছে। মাহি বুঝতে পারছিলেন না আমি কি বলেছি। তিনি বলেন, ‘আপনি কি টেল বলেছে?’ আমি বললাম, ‘না, আমি হেডস বলেছি’। এবং তখন ম্যাচ রেফারি বললেন, আমি টসে জিতেছি। তখন মাহি বলেন, ‘না, না, না, উনি (সাঙ্গাকারা) টস জেতেননি’। এই নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। তখন মাহি বলেন, আর একবার টস হোক। তারপরই দ্বিতীয়বারের জন্য টস অনুষ্ঠিত হয়।
আমি নিশ্চিত নই যে টস জেতাটা আমার কাছে সৌভাগ্যপূর্ণ ছিল কি না, বললেন কুমার সাঙ্গাকারা
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও সেটা সৌভাগ্যপূর্ণ ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত নন কুমার সাঙ্গাকারা। কারণ ওই ম্যাচে শ্রীলঙ্কা পরাজিত হয়। তিনি মনে করেন, ভারত টসে জিতলেও একই সিদ্ধান্ত গ্রহণ করত। অর্থাৎ প্রথমে ব্যাট করত। সেক্ষেত্রে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে দাবি করেছেন সাঙ্গাকারা। তার মতে, ভারত প্রথমে ব্যাট করলে, রান তাড়া করতে শ্রীলঙ্কার কোনো অসুবিধা হত না। এর ব্যাখ্যা হিসেবে সাঙ্গাকারা বলেন, ডিউ একটা বড় ফ্যাক্টর। এছাড়া ওয়াংখেড়েতে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম। সেখানে আমাদের স্পিনাররা সফল হয়েছিলেন। আমরা একটা টোটাল ডিফেন্ড করেছিলাম।
ফাইনালে পরাজয়ের আরও একটা বড় কারণ হিসেবে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের চোটের কথা তুলে ধরেছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের মতে, ম্যাথিউজ যদি সেই ম্যাচে খেলতেন, তাহলে রান তাড়া করতে তাদের কোনো অসুবিধা হত না।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য