সমগ্র বিশ্বে আপৎকালীন পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। এই মারণ ভাইরাসে সমগ্র বিশ্বে ইতিমধ্যে মৃতের সংখ্যা ১.৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি ক্রীড়া দুনিয়াতেও ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে এই ভাইরাস। এই সঙ্কটজনক পরিস্থিতিতে অধিকাংশ টুর্নামেন্ট বাতিল বা স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির জেরে বহু প্রতিক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর জেরে একদিকে যখন গোটা বিশ্ব লকডাউনে চলে গিয়েছে, তখন সবার মতো গৃহবন্দী হয়ে যাওয়া ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়াতে আরও বেশি সময় কাটাচ্ছেন। লকডাউনের মাঝে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে অনেক বিখ্যাত ক্রিকেটার ইনস্টাগ্রাম লাইভ বা ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছেন। এরকমই একজন ক্রিকেটার হলেন ওয়াসিম জাফর, যিনি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন। বুধবার জাফর ক্রিকট্র্যাকারের সঙ্গে ইনস্টাগ্রাম সেশনে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া ইনস্টাগ্রাম লাইভে অনেক বিতর্কিত বিষয়ে নিজের মতামত জানিয়েছেন জাফর। সাদা বলের ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে তার পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। এক্ষেত্রে বিরাট কোহলিকেই বেছে নিয়েছেন জাফর। বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়েই টিম ইন্ডিয়ার অন্যতম দুজন স্তম্ভ হয়ে উঠেছেন। ২০১৯ সালে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত। চলতি বছরে ফের তার ব্যাট থেকে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
শচীন তেন্ডুলকর এবং ব্রায়ান লারার মধ্যে প্রিয় খেলোয়াড় বেছে নিলেন ওয়াসিম জাফর
এছাড়া নেতৃত্বের দিক থেকে বিরাট কোহলি এবং এমএস ধোনির মধ্যে কে এগিয়ে, সেই প্রশ্নও করা হয়েছিল ওয়াসিম জাফরকে। এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ অধিনায়ক তা বেছে নিতে বলার পর ধোনির নাম নিয়েছেন মুম্বইয়ের এই প্রাক্তন ব্যাটসম্যান। সাম্প্রতিক বছরগুলিতে কোহলির সাফল্য সত্ত্বেও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনিকে একজন অন্যতম সফল ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। রাঁচিতে জন্মানো এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর পাশাপাশি দুই মহান ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং ব্রায়ান লারার মধ্যে প্রিয় ক্রিকেটার বেছে নিতে বলা হয় জাফরকে। এক্ষত্রে তিনি তেন্ডুলকরকে এগিয়ে রাখেন। ব্যাটিং দক্ষতার জন্য অতীতেও মাস্টার ব্লাস্টারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জাফর। আন্তর্জাতিক স্তরে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে একজন অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন ওয়াসিম জাফর। তার প্রথম শ্রেণীর রেকর্ড সেকথাই বলে। ২৬০টি প্রথম শ্রেণীর ম্যাচে এই ডানহাতি ব্যাটসম্যান ৫০.৬৭ গড় সহ মোট ১৯৪১০ রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বইয়ের এই ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ৫৭টি শতরান এবং ৯১টি অর্ধশত রান। এছাড়া ভারতের হয়ে ৩১টি টেস্ট ম্যাচে ৩৪.১০ গড় সহ জাফর মোট ১৯৪৪ রান স্কোর করেছেন, যাতে রয়েছে ৫টি শতরান এবং ১১টি অর্ধশত রান। দুই দশকেরও অধিক সময় ধরে খেলা চালিয়ে যাওয়ার ২০২০ সালের মার্চে ৪২ বছর বয়সে অবসর ঘোষণা করেন জাফর।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য