ম্যাচ গড়াপেটা কাণ্ডে দীর্ঘদিন ধরেই নির্বাসনে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। ব্যক্তিগত জীবনে তিনি তীব্র সংকটে পড়েছেন। এবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেদেশের ক্রিকেট আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন।
ইংল্যান্ডের ক্লাব এসেক্সের হয়ে খেলার সময় কানেরিয়ার বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল। পরে এই স্পট ফিক্সিং কাণ্ডে তাকে দোষী সাব্যস্ত করা হয়। একটি বিবৃতিতে কানেরিয়া বলেন, পাকিস্তান এবং সমগ্র বিশ্বের বিভিন্ন ব্যক্তির কাছে তিনি নিজের সমস্যার সমাধানের জন্য দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোথাও কোনো সুরাহা মেলেনি। পাকিস্তানে তার মতো অন্যান্য কয়েকজন ক্রিকেটার গড়াপেটায় জড়িয়ে পড়েছিলেন। পরে তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারলেও কানেরিয়ার ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি বিবৃতিতে বলেন, আমার জীবন ভালো অবস্থায় নেই। আমার সমস্যা সমাধানের জন্য পাকিস্তানে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকের দ্বারস্থ হয়েছি। তবুও আমি কোনো সাহায্য পাইনি। অথচ পাকিস্তানে অন্যান্য ক্রিকেটারদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জন্য যা যা দেওয়া সম্ভব, আমি সব দিয়েছি। এবং তার জন্য আমি গর্বিত। এই দুর্দিনে আমি আশা করছি পাকিস্তানের মানুষ আমার পাশে দাঁড়াবেন। এই দুর্বিষহ অবস্থা থেকে আমায় উদ্ধার করার জন্য আমি অন্যান্য দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিক সহ পাকিস্তানের সমস্ত কিংবদন্তী ক্রিকেটারদের থেকে সাহায্য প্রার্থনা করছি। অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন।
এদিকে তার পাশে দাঁড়ানোর জন্য শোয়েব আখতারের প্রশংসা করেছেন কানেরিয়া। পাকিস্তান দলে কিভাবে কানেরিয়া কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেই সম্পর্কে মুখ খুলেছেন শোয়েব। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে শোয়েব বলেছেন, কানেরিয়া পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় দলের কেউ তার সঙ্গে খাবার খেতে রাজি ছিল না।
কানেরিয়া বলেন, আজ আমি টিভিতে কিংবদন্তী শোয়েব আখতারের ইন্টারভিউ দেখলাম। সারা বিশ্বের সামনে সত্যিটা তুলে ধরার জন্য ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাব। তার পাশাপাশি যে সমস্ত ক্রিকেটাররা জোরালোভাবে আমায় সমর্থন করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। ধর্ম নির্বিশেষে পাকিস্তানের যে সকল নাগরিক, সংবাদমাধ্যম, ক্রিকেট প্রশাসক আমায় সমর্থন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। সমাজের কিছু অংশ আমার বিরোধীতা করেছে। তবে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসার কাছে সেই বিরোধীতা ধোপে টেকেনি। আমি জীবনে সবসময় ইতিবাচক থেকেছি এবং এই ধরনের বিরোধীতা নিয়ে মাথা ঘামাইনি।
৩৯ বছর বয়সী কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন ২৬১টি উইকেট। অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু হিসেবে তিনি পাকিস্তান ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য