নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভের জেরে গুয়াহাটিতে রুদ্ধদার অবস্থায় ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং বেঙ্গালুরু এফসির ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের তরফ থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং তাদের পরামর্শ অনুযায়ী ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। খেলোয়াড়, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নাগরিকত্ব ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে গুয়াহাটি সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ১২ ডিসেম্বর থেকে গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়। এই পরিস্থিতির জেরে ইতিমধ্যে গুয়াহাটিতে আইএসএল এবং রঞ্জি ট্রফির ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। সোমবার অসম পুলিশ শহর থেকে কারফিউ প্রত্যাহার (সকাল ৬টা থেকে রাত ৯টা) করেছিল।
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের জেরে ইতিমধ্যে গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়ান এফসির একটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য