চলতি বছরেই অক্টোবর-নভেম্বর মাসে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের জন্য বর্তমানে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই প্রতিযোগিতা ঘিরেও সন্দেহ দেখা দিয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়েছে। তবে কোভিড-১৯ এর কারণে ইতিমধ্যে ক্যাঙ্গারুদের দেশের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আপাতত টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ছবি দেখা যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০-এরও একই অবস্থা। ২৯ মার্চ থেকে যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল, করোনাভাইরাসের জন্য সেই টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ইতিমধ্যে ভারতে ২১ দিনের লকডাউন জারি হওয়ায় এপ্রিলের পরে আদৌ এই টি-২০ প্রতিযোগিতা শুরু হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতে, আসন্ন টি-২০ বিশ্বকাপের একটি আদর্শ প্রস্তুতি মঞ্চ হল আইপিএল। তবে করোনাভাইরাসের কারণে আপাতত সেটা সম্ভব কি না, তা নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা গিয়েছে। ফক্সস্পোর্টস ডট কো ডট এইউ ওয়েবসাইটে ল্যাঙ্গার বলেন, এই সমস্যা দেখা দেওয়ার আগে আইপিএলে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। কারণ টি-২০ বিশ্বকাপ আসছে। এবং এই পরিস্থিতিতে আইপিএলের থেকে আর কোনো ভালো প্রস্তুতিমঞ্চ হতে পারে না। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। খেলোয়াড়, আমাদের দেশ এবং সামগ্রিকভাবে ভারতের জনস্বাস্থ্যের বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে।
দল নির্বাচনের ব্যাপারে খুব একটা চিন্তিত নন জাস্টিন ল্যাঙ্গার
বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে নিজের মনের কথা খুলে বলতে দ্বিধা বোধ করেন না জাস্টিন ল্যাঙ্গার। এই বাঁহাতি কোচ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার টি-২০ দলে ভারসাম্য আনতে সক্ষম হয়েছেন। দলে অল্প কিছু জায়গা খালি রয়েছে। ল্যাঙ্গার বলেন, নির্বাচনের ব্যাপারে আমি খুব একটা চিন্তিত নই। বিশ্বকাপ দলে একটা বা দুটি জায়গা ফাঁকা আছে। দল এখন অনেক মজবুত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি।
প্রসঙ্গত, সম্প্রতি তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। যদিও ওডিআই সিরিজে তারা প্রোটিয়াদের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। তার আগে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোং. ঘরের মাঠে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে যথেষ্ট নাকানিচোবানি খাইয়েছেন। আইসিসির টি-২০ দলের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অজিরা। ২৬৯ পয়েন্টের সৌজন্য মাত্র এক পয়েন্টের ব্যবধানে তারা শীর্ষস্থানে থাকা পাকিস্তানের থেকে পিছিয়ে রয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য