করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অনেক ক্রিকেট বোর্ড বিপাকে পড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইসিবির মতো ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কারণ কোভিড-১৯ এর কারণে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। এই পরিস্থিতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক সমস্যায় পড়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম সংস্করণ স্থগিত হয়ে যাওয়ার ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিসিসিআই। গত ২৯ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত যদি আইপিএল ২০২০ বাতিল করতে হয়, তাহলে প্রায় ৪০০০ কোটি টাকার ক্ষতি হবে বিসিসিআই-এর। এই পরিস্থিতিতে কিভাবে খরচ কমানো যায়, তার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে যাতে ক্রিকেটারদের বেতনে কোনো আঁচ না পড়ে, সেই চেষ্টাই করছে বিসিসিআই। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল নিশ্চিত করেছেন যে, আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না। বোর্ডের বিবেচনার তালিকায় সেটা সবার শেষে রয়েছে। অর্থাৎ সেটাই হবে শেষ বিকল্প। তবে তিনি স্বীকার করেছেন, আইপিএল অনুষ্ঠিত না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত ধুমালের বক্তব্য, এখন আমরা বেতন হ্রাস করা নিয়ে আলোচনা করছি না। আমরা আশা করছি যে আর্থিক অসুবিধা থাকলেও আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। তবে হ্যাঁ, আইপিএল অনুষ্ঠিত না হলে বিসিসিআইয়ের কাছে সেটা বিপুল আর্থিক ক্ষতি হবে। সেই পরিস্থিতি যখন তৈরি হবে, তখন আমরা এই ব্যাপারে ভাবব। তবে সেটাই হবে আমাদের শেষ বিকল্প। আমরা সাধারণত প্লেয়ারদের বেতনে কাটছাঁট না করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
কর্মীদের খরচ হ্রাস করবে বিসিসিআই
অরুণ ধুমাল জানিয়েছেন, তারা বোর্ডের খরচ কমানোর বিভিন্ন পন্থার সন্ধান করছেন। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগেই খরচ হ্রাস করার এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। বোর্ডের কর্মীদের যাতায়াত, হোটেলে থাকার মতো খরচ হ্রাস করার কথা ভাবা হচ্ছে। ধুমাল বলেন, আমরা যা খরচ কমাতে পারি, যেটুকু অর্থ বাঁচাতে পারি, সেই চেষ্টাই করছি। তবে আপাতত খেলোয়াড়দের ব্যাপারে কিছু ভাবা হয়নি। বিসিসিআই কর্মী এবং আধিকারিকদের খরচ কমানোর কথা ভাবা হচ্ছে। যাতায়াত, হোটেল থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে, যেখানে খরচ কমানোর একটু সুযোগ আছে, আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করছি।
গত মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিরা ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হতেন। বৃষ্টির কারণে ধরমশালায় প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর কোভিড-১৯ এর কারণে সিরিজে বাকি ম্যাচগুলি স্থগিত/বাতিল করা হয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য