শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজ নিরপেক্ষ কোনো ভেনুতে সরানো হবে না। স্পষ্টভাবে একথা জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজ নিয়ে প্রথম থেকেই নানা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শ্রীলঙ্কার একঝাঁক ক্রিকেটার নিরাপত্তার অভাব রয়েছে বলে পাকিস্তান সফরে যেতে রাজি হননি। তাদের বাদ দিয়েই দল ঘোষণা করে শ্রীলঙ্কা। কিন্তু দল ঘোষণার দিনই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর আসে, তাদের দলের উপর পাক সফরের সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে। বিষয়টি তড়িঘড়ি শ্রীলঙ্কা সরকারকে জানায় সেদেশের ক্রিকেট বোর্ড। তাই দল পাঠানোর আগে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ফের একবার মূল্যায়ণ করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এই আক্রমণের হুমকির ফলে সিরিজ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনো কোনো মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পিসিবি। তবে কোনো পরিস্থিতিতেই এই সিরিজ পাকিস্তানের মাটি থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে নিয়ে যাওয়া হবে না। কারণ পিসিবি কর্তারা মনে করেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ঘরের মাঠে অনুষ্ঠিত না হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসা আবার অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্য বিদেশী ক্রিকেটারদের পাকিস্তানে আসতে রাজি করানোর কাজ আরও কঠিন হয়ে পড়বে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য