গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতের কিংবদন্তী প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জী। গত একমাস ধরে তিনি বুকের সংক্রমণে ভুগছেন। স্পোর্টসস্টারের একটি রিপোর্ট অনুযায়ী, পিকের অবস্থা গুরুতর। তাকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। বুকে সংক্রমণের কারণে গত ৬ ফেব্রুয়ারি থেকে মেডিকা সুপারস্পেশালিটি হসপিটালে তিনি ভরতি রয়েছেন। তার অবস্থা মাঝে মধ্যে উন্নতি হচ্ছে, পরে আবার অবনতি হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে পিকের পরিবারের একটি সূত্র জানিয়েছেন, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এই মুহূর্তে তার অবস্থা সংকটজনক। এদিকে হাসপাতালের তরফ থেকেও একটি বিবৃতি জারি করে বলা হয়, হঠাৎ করেই পিকে ব্যানার্জীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং ভেন্টিলেশননে দেওয়া হয়েছে। আমাদের বিশেষজ্ঞদের প্যানেলেরর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শ্রী ব্যানার্জীকে সুস্থ করে তোলার জন্য মেডিকার সমগ্র মেডিকেল টিম আপ্রাণ চেষ্টা করছে। নিয়মিত ভিত্তিতে তার শরীরের অবস্থা সম্পর্কে তার পরিবারকে অবগত করা হচ্ছে।
১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনার মেডেল জয়ী এই প্রাক্তন ফুটবলারের চিকিৎসা চলছে যে বিশেষজ্ঞ প্যানেলের অধীনে, তাতে রয়েছেন পালমোনোলজিস্ট ডা. নন্দিনী বিশ্বাস, ইন্টারনাল মেডিসিন এবং ইন্টেনসিভিস্ট ডা. তন্ময় ব্যানার্জী। এছাড়া ডা. এল.এন. ত্রিপাঠী এবং ডা. সুনন্দন বসুর অধীনে নিউরোসায়েন্সের একটি দল তার শরীরের দেখভাল করছেন বলে স্পোর্টস্টারের রিপোর্ট থেকে জানা গিয়েছে।
১৯৬০ সালের রোম অলিম্পিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন পিকে ব্যানার্জী। এই ইভেন্টে শক্তিশালী ফরাসী দলের বিরুদ্ধে ভারতের ১-১ ড্র ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন। তার আগে ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ব্যানার্জী। কোয়ার্টারফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-২ জয়ে তিনি গুরুত্বপূপ্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতীয় ফুটবলে পিকে ব্যানার্জীর যোগদানকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০০৪ সালে ফিফা তাকে সেন্টিনেন্টাল অর্ডার অব মেরিট সম্মানে ভূষিত করেছিল।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য