কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) গড়াপেটার অভিযোগে বেলাগাভি প্যান্থার্স দলের মালিক আলি আসফাক থারাকে গ্রেফতার করল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। গত কয়েক দিনে কেপিএল এবং তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। ফলে উভয় লিগই এখন ঝামেলায় পড়েছে।
অভিযোগ, দুবাইয়ের এক বুকির সঙ্গে বেটিং করছিলেন আলি। ২০১৭ মরসুমের আগে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন তিনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অন্যান্য দলের খেলোয়াড়দের সঙ্গেও যোগাযোগ ছিল আলির। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিবির যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল বলেন, ম্যাচ গড়াপেটার জন্য আমরা বেলাগাভি প্যান্থার্স দলের মালিক আলি আসফাক থারাকে গ্রেফতার করেছি। দুবাইয়ের একজন বুকির সাহায্যে অভিযুক্ত ব্যক্তি বেটিং করতেন। ম্যাচ গড়াপেটার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে জানা গিয়েছে, কেপিএলে ম্যাচ চলাকালীন অন্যান্য দলের খেলোয়াড়দের সঙ্গেও থারার যোগাযোগ ছিল। সেই খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, কেপিএল শুরুর বছর ২০০৯ সাল থেকেই টুর্নামেন্টে রয়েছে প্যান্থার্স। গত বছর ভারতীয় তারকা ক্রিকেটার মণীশ পাণ্ডে এই দলে খেলেছিলেন। যেই বছর থারা দলের সঙ্গে যুক্ত হন সেই বছর, অর্থাৎ ২০১৭ সালে লিগ চ্যাম্পিয়ন হয় প্যান্থার্স। চলতি বছরের শুরুর দিকে কেপিএলে এই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে হুবলি টাইগার্সের কাছে হেরে যায়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে অভিযান শেষ করে প্যান্থার্স।
স্পট ফিক্সিং কাণ্ডে টিএনপিএলেরও নাম জড়িয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা বিষয়টির তদন্তে নেমেছে। আট দলীয় এই প্রতিযোগিতায় রবি অশ্বিন, মুরলি বিজয়, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক এবং ওয়াশিংটন সুন্দরের মতো তারকা ক্রিকেটার বিভিন্ন দলে খেলছেন। ম্যাচ গড়াপেটা কাণ্ডে সম্প্রতি মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, লোভ হল মানুষের একটি সহজাত বাসনা। ক্রিকেট থেকে স্পট ফিক্সিং সম্পূর্ণরূপে দূর করা অসম্ভব বলে মনে করেন এই কিংবদন্তী। তার মতে, লোভ বা অন্য কোনো কারণে পথভ্রষ্ট হন খেলোয়াড়রা। গাভাস্কর বলেন, লোভ হল এমন একটি বাসনা যা কোনো প্রকার শিক্ষা, সচেতনতা ইত্যাদির মাধ্যমেও প্রতিরোধ করা যায় না। বিশ্বের উন্নত দেশগুলিতে এখনও অপরাধী রয়েছে। ক্রিকেটেও এরকম ব্যক্তি দেখা যাবে যারা লোভের কাছে মাথা নত করে। তাই আমার মনে হয় এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যাবে না।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- স্লো ব্যাটিংয়ের জন্য ২০ লক্ষ টাকা, ম্যাচ গড়াপেটায় গ্রেফতার আইপিএলের প্রাক্তন ক্রিকেটার
- কেপিএল গড়াপেটায় এবার ভারতীয় দলের ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব
- কেপিএলে গড়াপেটায় এবার গ্রেফতার আন্তর্জাতিক বুকি
- কেপিএলে দুর্নীতির তদন্তে নজর বোর্ডের
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
মন্তব্য