২০২২ সালের ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার। দোহা সহ বিশ্বের বিভিন্ন শহরে ইতিমধ্যে এই লোগো প্রদর্শিত হচ্ছে। আরবের এক ধরনের শালের আদলে ইংরেজি ৮-এর মতো দেখতে, সাদা রঙের এই লোগো প্রস্তুত করা হয়েছে। কাতার বিশ্বকাপের এই লোগো উদবোধন উপলক্ষে দোহায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সেনা জওয়ানরা ঘোড়ায় চেপে শোভাযাত্রা বের করেন। অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।
কাতারের তীব্র গরম এড়াতে ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গত কয়েকমাসে এর প্রস্তুতির কাজ এগিয়েছে দ্রুত গতিতে। বিশ্বকাপের আগে কাতারের পরিবহণ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য