আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান শনিবার, ১১ এপ্রিল ক্রিকট্র্যাকারের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে অংশগ্রহণ করেছিলেন। করোনাভাইরাসের কারণে এখন গোটা বিশ্ব লকডাউনে চলে গিয়েছে। অতএব ক্রিকেটাররা এখন তাদের বাড়িতেই সময় কাটাচ্ছেন। আলাপচারিতার সময় তার প্রিয় ভারতীয় ব্যাটসম্যান এবং বোলার বেছে নিতে বলা হয় রশিদ খানকে। ব্যাটিং ক্যাটেগরিতে তিনি শচীন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলিকে বেছে নিয়েছেন। তার এই পছন্দের পিছনে অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। এই ব্যাটিং ত্রয়ী সম্ভবত ভারতের সর্বকালের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান। ২০১৩ সালের শেষের দিকে অবসর গ্রহণ করেছেন শচীন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই হলেন অগ্রণী স্কোরার। এছাড়া সর্বোচ্চ স্তরে টিম ইন্ডিয়ার হয়ে তার ১০০টি শতরান আছে।
অবসর গ্রহণের পর সাত বছর কেটে গেলেও শচীনের ভক্তের সংখ্যা মোটেও কমেনি। শচীনের রেকর্ড ভাঙার অন্যতম যোগ্য প্রার্থী হতে পারেন ৩১ বছর বয়সী কোহলি। অন্যদিকে এমএস ধোনি হলেন একমাত্র অধিনায়ক যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত সমস্ত ট্রফি জিতে নিয়েছেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর হাত দিয়ে তার এই সফল অভিযান শুরু হয়।
একমাত্র স্পিনার হিসেবে অনিল কুম্বলেকে বেছে নিলেন রশিদ খান
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর ২০১১ সালে আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। সেবারেও নেতৃত্ব ছিলেন এমএস ধোনি। আসন্ন জুলাই মাসে ৩৮ বছরে পা দিতে চলা মাহি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনল ম্যাচের পর তাকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা যায়নি। এদিকে রশিদ খান তার পছন্দের ভারতীয় বোলারদের তালিকায় জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং অনিল কুম্বলেকে বেছে নিয়েছেন। ২০১৬ সালে ক্রিকেট মঞ্চে বুমরাহর আবির্ভাব হয়। ইতিমধ্যে জাতীয় দলে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি বিশ্বের প্রথম সারির ফাস্টবোলারদের মধ্যে একজন। অন্যদিকে চোট-আঘাতে বেশ ভুগিয়েছে ভারতের আর এক পেসার ভুবনেশ্বর কুমারকে। তবে এই বাধা কাটিয়ে তিনি কামব্যাকও করেছেন। টেস্ট দলে স্থায়ী জায়গা তৈরি করতে সমর্থ না হলেও মীরাটের সন্তান এই ক্রিকেটার ওডিআই এবং টি-২০ ফরম্যাটে একজন নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন অনিল কুম্বলে। বর্তমানে ৪৯ বছর বয়সী এই ভারতীয় স্পিনার একবার ভাঙা চোয়াল নিয়েও ম্যাচ খেলেছেন। কুম্বলে ১৩২টি টেস্ট এবং ২৭১টি ওডিআইতে মোট ৯৫৬ উইকেট তুলে নিয়েছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য