এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক স্তরে খেলছেন রবীন্দ্র জাডেজা। তবুও ভারতের প্রথম একাদশে নিয়মিত স্থান পান না এই বাঁহাতি ক্রিকেটার। উল্লেখযোগ্য বিষয় হল, ধারাবাহিকভাবে সুযোগ না পেলেও যখনই জাডেজাকে প্রথম একাদশে রাখা হয়েছে, তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে ম্যাচ উইনার হিসেবে গণ্য করা হয়। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত পরাজিত হলেও জাডেজার খেলা সবার নজর কেড়েছে। তিনি প্রায় একা হাতেই ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন। গত সপ্তাহে ফের একবার ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছেন তিনি। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ নম্বরে ব্যাট করতে নেমে করেন ৫৮ রান। রানের সংখ্যা দেখে এর গুরুত্ব উপলব্ধি করা যাবে না। কারণ যে সময় তিনি ব্যাট করতে নেমেছিলেন তখন পর পর বেশ কয়েকটি উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ভারত। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়েছেন জাডেজা। তার এই লড়াকু ইনিংসের সৌজন্য প্রথম ইনিংসে ভদ্রস্থ রান করে ভারত। অলরাউন্ডার হিসেবে জাডেজা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই বিশ্লেষণের সঙ্গে একমত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদপত্রে নিজের কলামে তিনি লেখেন, টেস্ট হোক বা ওডিআই – কোনো ফর্ম্যাটেই প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি জাডেজা। তবুও তার আত্মবিশ্বাস অটুট রয়েছে। অনেক কঠিন পরিস্থিতিতে ভারতকে তিনি ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেন জাডেজা। এখনও পর্যন্ত তিনি ৪২টি টেস্ট এবং টি-২০, ১৫৬টি ওডিআই খেলেছেন। করেছেন ৩৮০৭ রান। চার শতাধিক উইকেট সংগ্রহ করেছেন। স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের আগমনের পূর্বে ভারতের প্রথম একাদশের নিয়মিত সদস্য ছিলেন জাডেজা। তবে অ্যান্টিগা টেস্টে রবীচন্দ্রন অশ্বিন এবং ফর্মে না থাকা কুলদীপের বদলে তাকে খেলানো হয়। প্রথমে বিষয়টি নিয়ে সমালোচকরা সরব হলেও ওই ম্যাচে ভারত জয়ী হওয়ার পর সেই রব অনেকটাই থেমে গিয়েছে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অ্যান্টিগায় প্রথম ম্যাচে ৩১৮ রানে জয়ী হয়েছে ভারত। শুক্রবার থেকে সিরিজের শেষ ম্যাচ জামাইকার কিংস্টনে আরম্ভ হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য