২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী ২৯ মার্চ থেকে আরম্ভ হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স তাদের অভিযান আরম্ভ করবে। এবার জানা গিয়েছে, ক্যাশ রিচ এই লিগের ফাইনাল ২৪ মে অনুষ্ঠিত হবে। তবে আইপিএলের এই ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। আইপিএলের আসন্ন সংস্করণে ইতিমধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে। সূত্রের মতে, এবারের এই টি-২০ টুর্নামেন্ট ৫৭ দিনের মধ্যে সম্পন্ন হবে। এর আগে জানা গিয়েছিল, ব্রডকাস্টাররা এক দিনে দুটি ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিল। রাতের ম্যাচ রাত ৮টায় শুরু হওয়া নিয়েও তারা আপত্তি জানিয়েছে। বর্ধিত উইন্ডোর কারণে এবার এক দিনে দুটি ম্যাচ হবে না বলেই অনুমান করা হচ্ছে। পাশাপাশি এটাও মনে করা হচ্ছে, রাতের ম্যাচগুলি এবার রাত ৮টার পরিবর্তে সন্ধে ৭.৩০টায় আরম্ভ হবে। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি সূত্রের দাবি, পূর্ণাঙ্গ সূচী এখনও চূড়ান্ত না হলেও ফাইনাল ২৪ মে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট ২৯ মার্চ আরম্ভ হবে। ৪৫ দিন উইন্ডোর বদলে এবার আইপিএলে দিন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সুতরাং দিনে একটা করে ম্যাচ আয়োজন নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। ঘটনা হল, ৫৭ দিনের টুর্নামেন্টে খুব সহজেই এই ব্যবস্থা করা যাবে।
এটা প্রায় নিশ্চিত যে আইপিএল ২০২০-এর ম্যাচগুলি সন্ধে ৭.৩০টায় আরম্ভ হবে
আগের মরসুমগুলিতে রাতের ম্যাচ মাঝ রাত পর্যন্ত গড়িয়েছে। রাতের দিকে টিআরপি কমে যায় বলে ব্রডকাস্টারের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে তারা বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলকে রাত ৮টার পরিবর্তে সন্ধে ৭টায় ম্যাচ শুরু করার আবেদন জানিয়েছিল। সূত্রের মতে, ব্রডকাস্টারদের অনুরোধ সম্পূর্ণরূপে মেনে না নিলেও রাত ৮টার পরিবর্তে সন্ধে ৭.৩০টায় ম্যাচ শুরু করার ব্যাপারটি প্রায় নিশ্চিত করেছে বিসিসিআই। সূত্রের মতে, টিআরপি নিশ্চিতভাবে একটি ইস্যু। তবে সেটি একমাত্র বিবেচনার বিষয় নয়। আপনারা নিজেরাই জানেন গত মরসুমে কত দেরিতে ম্যাচগুলি শেষ হয়েছে। বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। তবে এই সংস্করণ থেকে আমরা হয়তো ৭.৩০টায় ম্যাচ শুরু করতে পারি। সূত্র মারফত আরও যোগ করা হয়, দিল্লি, মুম্বই অথবা বেঙ্গালুরুর মতো মেট্রো শহরে থাকলে ট্রাফিকের ব্যাপারে আপনার স্পষ্ট ধারনা থাকবে। আপনার কি সত্যিই মনে হয় এই শহরের বাসিন্দারা সন্ধে ৬টা নাগাদ অফিস থেকে বেরোতে পারবেন এবং তারপর তাদের পরিবারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে আসবেন যখন ম্যাচ শুরু হয়ে যাবে? ম্যাচের সময় পরিবর্তন করার আগে এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
২০২০ সালের আইপিএলে দিনে দুটি ম্যাচ হবে না
আইপিএলে দিনের ম্যাচগুলিতে লক্ষ করার মতো একটি বিষয় হল স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতি। তাই বিকেলের ম্যাচগুলি বাতিল করে সেগুলি রাতে আয়োজন করার অনুরোধ করেছিল ব্রডকাস্টার সংস্থা। সেই বিষয়টিও আইপিএল কর্তৃপক্ষ বিবেচনা করেছে। তবে সূত্রের মতে, বিকেলের ম্যাচে শুধু ব্রডকাস্টার নয়, অন্যান্যদেরও সমস্যা রয়েছে। সূত্রের মতে, আপনার কি মনে হয় শুধুমাত্র ব্রডকাস্টারদের সমস্যা রয়েছে? আমাদের বাস্তববাদী হতে হবে। এমনকি বিকেলের ম্যাচে স্টেডিয়াম ভর্তি করা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদেরও সমস্যা আছে। সুতরাং সেরা উপায় হল বিকেলের ম্যাচের বদলে কেবলমাত্র দিনে একটি ম্যাচের আয়োজন করা।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য