বিশ্বকাপের সেমিফাইনালের পর কিছুদিনের জন্য ক্রিকেট থেকে দূরে রয়েছেন এমএস ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপর কাশ্মীরে গিয়ে ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্য পালন করেছেন। বিশ্বকাপের পর মাহির অবসর নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এ ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে একটা ব্যাপার স্পষ্ট – ভারতের পরবর্তী উইকেটকিপার হিসেবে ধোনিকে আর ভাবা হচ্ছে না। নির্বাচকরা তেমনই ইঙ্গিত দিয়েছেন। মাহির উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থকে তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া, ঋদ্ধিমান সাহা সহ অন্যান্য উইকেটকিপারদেরও সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা। অর্থাৎ অবসর ঘোষণা না করলেও বলা যায়, ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ। ধোনিও বোধহয় সেটা উপলব্ধি করেছেন। তাই ক্রিকেটের বাইরে নতুন কিছু শুরু করার পরিকল্পনা নিয়েছেন রাঁচির সন্তান। শোনা যাচ্ছে, প্রযোজক হিসেবে বলিউডে পা রাখতে পারেন ধোনি।
বলিউডের সঙ্গে ধোনির দীর্ঘদিনের পরিচয়। তার আত্মজীবনীমূলক ছবি এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি বক্সঅফিসে সফল হয়েছে। রেলের সামান্য একজন টিকিট কালেক্টর থেকে ভারতের দুটি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হয়ে ওঠার কাহিনী এই ছবিতে দেখানো হয়েছে। এবার বলিউডের ছবি প্রযোজনায় আসতে চাইছেন এমএস। তার বন্ধু তথা অভিনেতা জন আব্রাহামের সঙ্গে হাত মিলিয়ে বলিউডে প্রথম কাজ করতে পারেন তিনি। যদিও এই খবর সম্পর্কে কোনো মন্তব্য করেননি এমএস। একটি সূত্র জানায়, সিনেমার প্রতি ধোনির বরাবরের আগ্রহ। তিনি সিনেমা দেখতে খুব ভালোবাসেন। তার জীবনী নিয়ে যখন নীরজ পাণ্ডে ছবি বানান, তখন বিনোদন জগতকে খুব কাছ থেকে দেখেছেন ধোনি এবং এটি তার পছন্দ হয়েছে। এই ক্ষেত্রে তিনি কাজ করার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। সূত্রের মতে, ইতিমধ্যে কয়েকটি কাজের প্রতি ধোনি নজর দিয়েছেন। সেগুলি তিনি প্রযোজনা করতে ইচ্ছুক।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য