ক্রিকেট দুনিয়া শাসন করা ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার মুকুটে জুড়ল নতুন পালক। স্পেনের টপ ডিভিশন ফুটবল লিগ লা লিগার ভারতীয় অ্যাম্বাসাডর হিসেবে রোহিতকে নিয়োগ করা হয়েছে। লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার এই খবর প্রকাশিত হয়েছে।
রিয়াল মাদ্রিদের ফ্যান রোহিত বুধবার মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচ চলাকালীন নতুন রেকর্ড করেছেন। দ্রুততম ব্যাটসম্যান এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ছক্কা হাঁকিয়েছেন। প্রসঙ্গত, লা লিগা হল স্পেনে পুরুষদের শীর্ষস্থানীয় একটি ফুটবল লিগ। এই টুর্নামেন্ট পরিচালনা করে ন্যাশনাল প্রফেশনাল ফুটবল লিগ নামে একটি সংস্থা। মোট ২০টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য