দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যে পকেটে পুরেছে ভারত। প্রথম দুটি ম্যাচে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন কোহলিরা। সিরিজের শেষ ম্যাচ এখন রাঁচিতে অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ভারতের জয়ের পাল্লাই ভারী। প্রোটিয়াদের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভারতের আধিপত্য ছাড়াও যে বিষয়টি উল্লেখযোগ্য তা হল রোহিত শর্মার ব্যাটিং। সীমিত ওভারে ভারতের অন্যতম সফল এই ব্যাটসম্যান চলতি সিরিজে টেস্ট ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবং নয়া ভূমিকায় নেমেই আলোড়ন সৃষ্টি করেছেন রোহিত। ভাইজাগে প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ২৪ রানের জন্য (১৭৬) রোহিতের দ্বিশতরান হাতছাড়া হয়েছে। তবে রাঁচিতে তৃতীয় টেস্টে সেই লক্ষ্যে পৌঁছেছেন রোহিত। ওপেনার হিসেবে জীবনের প্রথম টেস্ট সিরিজে করেছেন ডাবল হান্ড্রেড (২১২)।
অবিশ্বাস্য ফর্মে রয়েছেন রোহিত
টেস্টে প্রথমবার ওপেন করতে নেমে ইতিমধ্যে অনেক রেকর্ড করে ফেলেছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। তবে এখনও পর্যন্ত তার সবচেয়ে বড়ো সাফল্য এসেছে রাঁচিতে। ধোনির ঘরের মাঠে দ্বিশত রানের দৌলতে কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের ৭১ বছর পুরানো রেকর্ড ভেঙেছেন রোহিত। রাঁচিতে দ্বিশতরানের পর টেস্টে ঘরের মাঠে রোহিতের রানের গড় হয়েছে ৯৯.৮৪। এতদিন এই রেকর্ড ছিল ব্র্যাডম্যানের। ঘরের মাঠে ৫০টি ইনিংসে ৯৮.২২ গড় সহ ৪৩২২ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই লেজেন্ড।
এর পাশাপাশি শচীন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগের পর সমস্ত ফর্ম্যাটে দ্বিশরানকারী তৃতীয় ভারতীয় হয়েছেন ৩২ বছর বয়সী রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ উইকেটের জন্য অজিঙ্কে রাহানেকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ রানের (২৬৭ রান) পার্টনারশিপ গড়েছেন তিনি। এই ইনিংসের দৌলতে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত।
রাঁচি টেস্টে ৯ উইকেটের বিনিময়ে ৪৯৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে দেয় ভারত। রোহিতের দ্বিশত রান ছাড়াও শতরান করেন অজিঙ্কে রাহানে (১১৫)। তবে ভারতীয় ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে নেমে চাঞ্চল্য সৃষ্টি করেন বোলার উমেশ যাদব। ৩১ রানে জর্জ লিন্ডের বলে আউট হওয়ার আগে মাত্র ১০ বলে ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৯-৬। ভারতের প্রথম ইনিংস থেকে প্রোটিয়ারা এখনও ৩৬৮ রানে পিছিয়ে রয়েছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য