করোনাভাইরাসের জেরে সমগ্র বিশ্বে তৈরি হয়েছে আপৎকালীন পরিস্থিতি। বাতিল হয়েছে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা। কোভিড-১৯ মহামারির জেরে ইতালিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকেই সেদেশে বন্ধ রাখা হয়েছে সমস্ত ফুটবল লিগ। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী দিনেও যদি এই অবস্থার পরিবর্তন না হয়, তাহলে ইতালিতে শীঘ্রই শুরু হতে পারে সিরি এ ফুটবল লিগ। গোল ডট কমের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, আগামী ৪ মে থেকে সিরি এ লিগ ফের চালু করার কথা ঘোষণা করতে পারেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা।
প্রসঙ্গত, মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় সিরি এ লিগ। তার আগে করোনাভাইরাসের জেরে কিছু ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই মারণ ভাইরাসে সমগ্র বিশ্বে এখনও পর্যন্ত ১৪৫,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দ্য ইটালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ইতিমধ্যে বিবৃতিতে জানিয়েছে যে, নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কোনো ম্যাচের আয়োজন করা হবে না।
মৃত্যুপুরী ইতালি
করোনা মহামারির জেরে ইতালিতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, কিছু ক্লাব ওই সময়ের পরে ট্রেনিং শুরু করতে আগ্রহী। জুন মাস থেকে তারা খেলা শুরু করতে চায়। জুলাইতে তাদের লিগ সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে ইতালিতে এখনও পর্যন্ত ২২,১০০-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের এই দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৬৮,৯০০। আগামী মাসে লিগ শুরুর সম্ভাবনা প্রসঙ্গে স্পাদাফোরা সাংবাদিকদের বলেন, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায়, তার উপর নজর রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সমস্ত স্তরে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে পারে। তিনি বলেন, ৪ মে তারিখে ট্রেনিং শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী। রুদ্ধদ্বার স্টেডিয়ামে যদি শুধু ট্রেনিংও করা যায়, আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। এই মুহূর্তে জনগণের নিরাপত্তা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে।
লিগ স্থগিত হওয়ার সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্তাস ২৬টি ম্যাচ খেলার পর এক পয়েন্টের ব্যবধানে লাজিওর থেকে এগিয়ে ছিল। এফআইজিসি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা সম্প্রতি বলেছিলেন, করোনাভাইরাস মহামাররি সত্ত্বেও ২০১৯-২০ মরসুমের সিরি এ লিগ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। স্কাই কালসিও ক্লাবকে গ্রাভিনা বলেন, আমি যা এতদিন বলে আসছি সেটারই পুনরাবৃত্তি করব: অ্যাথলিট এবং ক্লাবে যারা কাজ করেন সবার স্বাস্থ্যের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা ফের শুরু করব। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে চলতি মাসের ১৫ তারিখে বিভিন্ন টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমারা সবাইকে একসঙ্গে চাই।
যত দ্রুত লিগ শুরু করা যায়, আমরা সেই আশাই করছি। তবে আমাদের এই মরসুম শেষ করতে হবে। আমরা যদি এটা শেষ করতে না পারি, তাহলে এর বিশাল একটা নেতিবাচক প্রভাব থাকবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য