করোনাভাইরাস মহামারির জেরে বিভিন্ন দেশে এখন লকডাউন জারি করা হয়েছে। ভারতও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। ২৪ মার্চ থেকে এদেশে লকডাউন জারি করা হয়েছে, যা আগামী ৩ মে পর্যন্ত চলবে। এর ফলে ক্রিকেটাররা ক্রিকেট থেকে কিছুটা বিরতি পেয়েছেন। তারা সোশ্যাল মিডিয়াতে আরও বেশি সময় কাটাচ্ছেন। সতীর্থ, অনুরাগী, অনেক সময় সংবাদমাধ্যমের সঙ্গেও তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপচারিতা করছেন।
শুক্রবার ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন মুম্বইয়ের প্রতিভাবান ক্রিকেটার সিদ্ধেশ ল্যাড। সেখানে তিনি এখনও পর্যন্ত তার কেরিয়ারের অনেক দিকের কথা তুলে ধরেছেন। এছাড়া দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে স্মরণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ডেবিউ করার ব্যাপারেও কথা বলেছেন।
ক্রিকট্র্যাকারের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তার প্রিয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন এমএস ধোনিকে। ২৭ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার বলেন, ভারত এবং চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। তিনিই হলেন একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সমস্ত খেতাব জিতেছেন।
সিদ্ধেশ ল্যাড নিজের প্রিয় অভিনেত্রী হিসেবে বেছে নিলেন আলিয়া ভাটকে
এই কথোপকথনের সময় নিজের প্রিয় অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটকে বেছে নিয়েছেন সিদ্ধেশ। প্রসঙ্গত, বিগত বছরগুলিতে আলিয়া ভাটের বিশাল অনুরাগী তৈরি হয়েছে। এদিকে অন-ফিল্ডের ব্যাপারে বলতে গেলে, ল্যাড হলেন একজন অসাধারণ বোলার। ২০১৯-২০ সৈয়দ মুস্তাক আলি মরসুমে তিনি মুম্বইয়ের হয়ে বেশ কিছু উইকেট তুলে নিয়েছেন। টি-২০ ফরম্যাটের ৪৪টি ম্যাচে তিনি মোট ১৮টি উইকেট তুলে নিয়েছেন। এর মধ্যে তারা সেরা বোলিং ফিগার হল ৫/১৩। জসপ্রীত বুমরাহ এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মধ্যে তিনি কোন বোলারের মুখোমুখি হতে পছন্দ করবেন, এই প্রশ্নের উত্তরে রাসেলের চেয়ে মুইম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন সতীর্থ বুমরাহকে বেছে নিয়েছেন সিদ্ধেশ ল্যাড।
তার আইপিএলের কেরিয়ারের, গত বছর ২০২০ নিলামের আগে ব্যবসায়ীকভাবে এমআইয়ের তরফ থেকে তাকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দেওয়া হয়। নতুন দলের হয়ে এই মরসুমে খেলার জন্য তিনি বেশ উত্তেজিত ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে ক্যাশ রিচ এই লিগ করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য