করোনাভাইরাস প্রকোপে আপৎকালীন পরিস্থিতিতে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, কোয়ারেন্টাইন কার্যকলাপের জন্য ঐতিহাসিক ইডেন গার্ডেন্সকে ব্যবহার করা যেতে পারে। ভারতে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ১০।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার, ২৪ মার্চ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছেন যে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত, মোট ২১ দিনের জন্য সমগ্র দেশে লকডাউন চলবে। করোনাভাইরাসের জেরে জনগণের মধ্যে ভীতি দেখা গিয়েছে। তবে মোদি বলেন, নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করলে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। অন্যদিকে সৌরভ জানিয়েছেন, এই আপৎকালীন পরিস্থিতিতে তিনি যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
সাহায্যের জন্য প্রস্তুত সৌরভ গাঙ্গুলি
ইন্ডিয়া টুডে পত্রিকায় সৌরভ গাঙ্গুলি বলেন, সরকার চাইলে আমরা এই ফেসিলিটি (ইডেন গার্ডেন্স) তাদের কাছে হস্তান্তর করব। এই মুহূর্তে যা প্রয়োজন, সব কিছু করার জন্য আমরা প্রস্তুত। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
করোনাভাইরাস সমস্যার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে লকডাউন জারি করা হয়েছিল। তারপর কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি ট্যুইটারে শেয়ার করেছিলেন সৌরভ। ওই পোস্টে তিনি লেখেন, নিজের শহরকে এই অবস্থায় দেখতে হবে তা কোনোদিনও ভাবতে পারিনি। নিরাপদে থাকুন। শীঘ্রই পরিস্থিতি বদলাবে। সবার জন্য ভালোবাসা ও স্নেহ রইল।
এর আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরি (সিএপি) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। পন্ডিচেরিতে কোয়ারেন্টাইন কার্যকলাপের জন্য তাদের তুতিপেত ক্যাম্পাসের ডরমিটরি অফার করা হয়েছিল। এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে মহারাষ্ট্রে। এছাড়া কেরল, কর্ণাটকের মতো রাজ্যও এই মারণ ভাইরাসে প্রভাবিত হয়েছে।
বিশ্বের ১৬৮টিরও অধিক দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত ৪,২২,০০০-এরও বেশি মানুষ। সমগ্র বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৮,০০০ ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা চিন, ইতালি, ইরান এবং স্পেনের। এই ভাইরাসের কারণে অধিকাংশ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত বা বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০, ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। এছাড়া প্রায় সমস্ত দেশে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের উপরেও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য