দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার সোলো ওয়েনি করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মাজিদ হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। গত ১২ মাস ধরে এমনিতেই অন্যান্য শারীরিক সমস্যার ভুগছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। তার উপর হাজির হল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজের ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন সোলো।
গত বছরের জুলাই মাস থেকে সোলোর মধ্যে গুলিয়ান-বারে নামে এক রোগের উপসর্গ দেখা দিয়েছে। ২০১৯ সালে চার সপ্তাহের জন্য তিনি ইন্ডিউসড কোমায় ছিলেন। মেশিনের মাধ্যমে তার ফুসফুসের চিকিৎসা করা হয়েছে। অক্টোবর নাগাদ তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তারপর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তাকে ফেরত আনার মতো যাতায়াতের খরচ প্রদান করার সমার্থ্য ছিল না তার পরিবারের। একমাত্র গো ফান্ড মি ক্যাম্পেনের সাহায্যে ৩১২৫ পাউন্ড জোগাড় করার সময় একজন দাতা বিলের বাকি অর্থ বাবদ ৭৬,৮৭৫ পাউন্ড দেওয়ার পর সোলো বাড়িতে ফিরে আসতে সক্ষম হন। গত জানুয়ারিতে জোহানেসবার্গে ফিরে আসেন ক্রিকেটার। তারপর পরবর্তী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভরতি করা হয়। এছাড়া তার চিকিৎসার খরচ বাবদ দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেটাররা গত ফেব্রুয়ারিতে ৫০,০০০ টাকা দান করেছিলেন।
আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এত কিছু হচ্ছে, বললেন সোলো ওয়েনি
এত কঠিন সময় পার করার পর ফের বিপাকে পড়েছেন সোলো ওয়েনি। এবার তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, এই রোগের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। আপাতত সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের টিবি রয়েছে। এছাড়া তিনি লিভার এবং কিডনিতেও সমস্যা আছে। এত শারীরিক সমস্যায় তিনি হতাশা প্রকাশ করেছেন।
এদিকে ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত একটি প্রতিবেদন সোলোর এজেন্ট রহ হামফ্রাইস জানিয়েছেন, এই ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, এই মারণ ভাইরাসকে পরাজিত করতে সক্ষম হবেন সোলো। তরুণ প্রোটিয়া ক্রিকেটারের ট্যুইট, গত বছর থেকে আমি সমস্যায় ভুগছি। আমার টিবি হয়েছে। আমার লিভার এবং কিডনিতেও সমস্যা আছে। এবার আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এত কিছু হচ্ছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১২ সালে খেলেছিলেন সোলো। তারপর থেকে তিনি ইস্টার্ন প্রভিন্স অ্যান্ড ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ। তিনি শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২০১৯ সালের এপ্রিলে নর্দার্নসের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ৯৫ রান করেছিলেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য