করোনাভাইরাস: প্রাণ হারালেন ২১ বছর বয়সী ফুটবল কোচ
গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় সাত হাজার। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত বা বাতিল করা হয়েছে। এবার এই মারণ ভাইরাসে প্রাণ গেল এক তরুণ ফুটবল কোচের। ২১ বছর বয়সী সেই ফুটবল কোচের নাম ফ্রান্সিস্কো গার্সিয়া। তিনি স্পেনের মালাগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো পোর্তাদা অল্টার যুব দলের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন।
করোনাভাইরাসে এখনও পর্যন্ত মূলত বয়স্ক ব্যক্তি, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই প্রাণ হারাচ্ছিলেন। তবে স্পেনের এই ঘটনা প্রমাণ করল, কম বয়সীদেরও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মাত্র ৭ বছর থেকেই ফুটবলের প্রতি গার্সিয়ার আকর্ষণ তৈরি হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলার তৈরি করার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। গার্সিয়ার মৃত্যুতে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, গার্সিয়া লিউকোমিয়াতেও আক্রান্ত ছিলেন। তাকে বাঁচাতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। অ্যাটলেটিকো পোর্তাদা অল্টার শোক বার্তায় বলা হয়, আজ দুর্ভাগ্যক্রমে আমাদের ছেড়ে চলে যাওয়া কোচ ফ্রান্সিস্কো গার্সিয়ার পরিবার এবং বন্ধুবান্ধবদের প্রতি অ্যাটলেটিকো পোর্তাদো অল্টার তরফ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। ফ্রান্সিস, তোমাকে ছাড়া এখন আমরা কি করব? পোর্তাদায় সর্বদা তুমি আমাদের সঙ্গে ছিলে। যেখানেই আমাদের সাহায্যের প্রয়োজন ছিল সেখানে তুমি আমাদের সঙ্গে উপস্থিত ছিলে। লিগের এতটা পথ আমরা এবার কিভাবে পার করব? আমরা জানি না কিভাবে, তবে আমরা এটা জানি, তোমার জন্যই নিশ্চিতভাবে আমাদের যেতেই হবে। আমরা তোমায় কোনোদিনও ভুলতে পারব না।
করোনাভাইরাস নিয়ে চিন এবং ইতালির পাশাপাশি স্পেনেও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই দেশে করোনাভাইরাসে এখনও পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনাভাইরাসের জেরে স্পেনের ফুটবল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। লা লিগা সহ অন্যান্য ফুটবল প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। এছাড়া বভিন্ন ফুটবল ক্লাবের প্রস্তুতি শিবির বাতিল হয়েছে। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি সহ একাধিক বিদেশি তারকা খেলোয়াড়দের তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভ্যালেন্সিয়া এফসির অন্তত ৯ জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য