করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বে এখন সঙ্কট তৈরি হয়েছে। অধিকাংশ দেশে জারি করা হয়েছে লকডাউন। ভারতে ৫০ হাজারেরও অধিক মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত করোনাভাইরাসে এদেশে ১৭০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কবে পরিস্থিতির উন্নতি হবে, সেই ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সমস্ত প্রকারের ক্রীড়া প্রতিযোগিতা বর্তমানে বন্ধ রয়েছে। বহু প্রতিক্ষিত আইপিএল ২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। কোনো ক্রীড়া প্রতিযোগিতা না থাকায় অনেক ক্রিকেটার তাদের অবসর সময় কাটাচ্ছেন ট্যুইটার এবং ইনস্টাগ্রামে। সেখানে তারা অনুরাগীদের কিছু বিনোদন প্রদান করছেন।
এই তালিকায় ক্রিকেটার ছাড়াও যোগ দিয়েছেন সুপরিচিত ক্রিকেট ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। বুধবার তিনি ইনস্টাগ্রাম লাইভে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিভিন্ন ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারির জেরে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে, সেই প্রসঙ্গেও মন্তব্য করেন হার্ষা। তার মতে, কোভিড-১৯ মহামারির পরে নিকট ভবিষ্যতে টি-২০ লিগ অধিক মাত্রায় আয়োজিত হতে পারে। একটি লাইভ সেশনে অনুরাগীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, করোনাভাইরাস গায়েব হওয়ার পর দর্শকরা কি পাঁচ দিন ধরে টেস্ট দেখার জন্য মাঠে আসবেন। এর জবাবে হার্ষা বলেন, টেস্ট ক্রিকেট যেমন চলছিল তেমনি চলবে। এর উদাহারণ হিসেবে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিশেষ উদ্যোগের কথা বলেছেন, যেখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে ভারতের বিরুদ্ধে চলিত বছরের শেষের দিকে একটি ভেনুতেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ক্রিকেট বোর্ডগুলির আর্থিক দিক নিয়ে কথা বললেন হার্ষা ভোগলে
হার্ষা ভোগলে মনে করছেন, অধিকাংশ ক্রিকেট বোর্ড আগামী কয়েক বছরের জন্য টি-২০ লিগ আয়োজনের উপর গুরুত্ব আরোপ করবে। কোভিড-১৯ মহামারির জেরে অধিকাংশ ক্রিকেট বোর্ডের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তারা এই আর্থিক ক্ষতির মোকাবিলা করার চেষ্টা করবে। এছাড়া হার্ষা বলেন, আইপিএলের মতো ধনী ক্রিকেট লিগ বিসিসিআইকে অধিক অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। অন্যদিকে আইসিসি ইভেন্টগুলি ছোটো ছোটো দেশগুলিকে সহায়তা করবে। তবে আইসিসির লাভের ক্ষেত্রে বড় দেশগুলিকে বেশি দায়িত্ব নিতে হবে।
হার্ষা ভোগলে সম্প্রতি একটি ট্যুইটে বলেন, আগামী অক্টোবর-নভেম্বরে আইসিসি বিশ্বকাপের বদলে আইপিএল ২০২০ অনুষ্ঠিত হলে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। বিগ ব্যাশ লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো প্রধান টি-২০ লিগগুলি তাদের আয়োজক বোর্ডকে বিপুল অর্থ রোজগার করতে সাহায্য করে। তাই এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের উপরে প্রাধান্য দেবে সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেট বোর্ড। আইপিএল ২০২০ যদি বাতিল হয়, তাহলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং জড়িত অন্যান্য স্টেকহোল্ডারদের আনুমানিক ৩৮০০ কোটি টাকা ক্ষতি হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য