নিউজিল্যান্ড ক্রিকেট দলের কাছে সুপার ওভার রীতিমতো একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর সূত্রপাত হয়েছিল ২০০৮ সালে। ড্যানিয়েল ভিত্তরির দলকে সেবার দুরমুশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্য অফ স্পিনারের এক ওভার থেকে ক্রিস গেইলের ২৫ রান। তারপর থেকে কিউইরা টি-২০ আন্তর্জাতিক এবং ওডিআইতে মোট ছয়টি সুপার ওভারের মুখোমুখি হয়েছে। এর মধ্যে জিতেছে মাত্র একটিতে, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফের একবার সুপার ওভারে নিউজিল্যান্ডকে হতাশ হতে হল। টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয়ী হয়েছিল ভারত। সিরিজের গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচেও কিউইরা হেরে যায়। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর টাই হয়ে যাওয়ার পর সুপার ওভারের মাধ্যমে ম্যাচের জয়ী নির্ধারণ করা হয়।
ইনিংসের শুরুতেই রোহিত শর্মার (৬৫) ঝোড়ো ইনিংস, পরে অধিনায়ক বিরাট কোহলি (৩৮) এবং কেএল রাহুলের (২৭) রান ভারতকে ১৭৯ রানে পৌঁছে দেয়। নিউজিল্যান্ডের সফল বোলার হয়ে ওঠেন হামিশ বেনেট (৩/৫৪)। ভারতের স্কোর যথাযথ মনে হলেও তারা জানত, প্রথম দিকে উইকেট ফেলতে না পারলে নিউজিল্যান্ড ম্যাচে প্রত্যাবর্তন করতে পারে। গাপ্টিল (৩১) এবং মুনরো (১৪) একটা চেষ্টা করেছিলেন। তবে মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৬টি ছয় এবং ৮টি চারে সাজানো ইনিংসে মাত্র ৪৮ বলে তিনি ৯৫ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য নয় রান দরকার ছিল। ২০তম ওভারের প্রথম বলেই শামিকে ছাক্কা হাঁকান রস টেলর। তবে সেই ওভারেই আউট হন উইলিয়ামসন। পরে আউট হন টেলর। টাই হয়ে যায় ম্যাচ।
“সুপার ওভার আমাদের বন্ধু হতে পারেনি”: কেন উইলিয়ামসন
সুপার ওভারে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড। ছক্কা মারেন উইলিয়ামসন। জসপ্রীত বুমরাহর ওভারে কিউইরা তোলে ১৭ রান। এই ম্যাচে বুমরাহ ভালো খেলতে পারেননি। ম্যাচে ৪৫ রান দেওয়ার পর সুপার ওভারেও তার বোলিংয়ে ঝাঁঝ ছিল না। সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নামেন ফর্মে থাকা রোহিত শর্মা এবং কেএল রাহুল। তবে এক ওভারে ১৭ রান তোলা যে সহজ হবে না তা তারাও জানতেন। তবুও আশা ছাড়েননি। শেষ দু বলে জয়ের জন্য ভারতের ১০ রানের প্রয়োজন ছিল। ঠিক তখনই চাপে পড়ে যান পেসার টিম সাউদি। তার শেষ দুই বলেই ছক্কা মারেন রোহিত শর্মা। সেই সঙ্গে নিউজিল্যান্ডে প্রথমবারের জন্য টি-২০ সিরিজ জিতে নেয় ভারত। টি-২০ আন্তর্জাতিকে এটি ছিল ভারতের প্রথম সুপার ওভার। রোহিত শর্মার ক্ষেত্রেই এটা ছিল টি-২০ ফরম্যাটে প্রথম সুপার ওভার।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কেন উইলিয়ামসন বলেন, আমার মতে ওসব (সুপার ওভার) না থাকাই বাঞ্ছনীয়....আজ রাতে সুপার ওভারে আমরা দ্বিতীয় হয়েছি। তবে এগুলি বেশ মজাদার।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- মহম্মদ শামি এখন দুনিয়ার সেরা ফাস্ট বোলার: শোয়েব আখতার
- আমার দুটি ছক্কা নয়, মহম্মদ শামির ফাইনাল ওভারের জন্যই আমরা জয়ী হয়েছি - রোহিত শর্মা
- নিউজিল্যান্ড সফরের জন্য সীমিত ওভারের দল ঘোষণা করল বিসিসিআই
- আশঙ্কা সত্যি হল, নিউজিল্যান্ড সফর থেকে বাদ গেলেন শিখর ধাওয়ান
- কাঁধের চোটের কারণে নিউজিল্যান্ড সফরে শিখর ধাওয়ানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
মন্তব্য