বিগত কয়েক মাসে ভারতীয় ক্রিকেট দলের একজন অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন কেএল রাহুল। তাকে বিভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছে। কোনোবারই তিনি দলকে হতাশ করেননি। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে তিনিই হয়ে উঠেছিলেন ভারতের সর্বোচ্চ রান স্কোরার। বিপক্ষের বোলারদের কাছে তিনি ত্রাস হয়ে উঠেছিলেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপারের ভূমিকাতেও দেখা গিয়েছে কেএল রাহুলকে। এই নতুন ভূমিকাতে তিনি এতটাই সফল হয়েছেন যে চোট সারিয়ে ঋষব পন্থ দলে ফিরলেও উইকেটকিপার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ হয়ে উঠেছেন রাহুল। তিনি অধিনায়ক বিরাট কোহলি, হেড কোচ রবি শাস্ত্রী এবং অন্যান্য সাপোর্ট স্টাফের মন জয় করে নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ সংস্করণে কিংস ইলেভেন পাঞ্জাবের (কেএক্সআইপি) তার খেলার কথা ছিল। তবে কোভিড-১৯ মহামারির কারণে এই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তাই কেএল রাহুলকে ফের মাঠে দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
ট্রোলড হলেন কেএল রাহুল
দিল্লি ক্যাপিটালসে (ডিসি) রবি অশ্বিন যোগ দেওয়ার পর পাঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় রাহুলকে। লকডাউনের কারণে আপাতত তিনি বাড়িতে রয়েছেন। এর আগে তাকে বিশাল বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল। পরিস্থিতি এরকম পর্যায়ে পৌঁছায় যে তার কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়ে। কফি উইথ করণ শো থেকে বিতর্কের সূত্রপাত হয়। ওই অনুষ্ঠানে মহিলাদের ব্যাপারে রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া বিতর্কিত মন্তব্য করেন। পরিস্থিতি সামাল দিতে তাদের সাময়িকভাবে সাসপেন্ড করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সৌভাগ্যক্রমে বিশ্বকাপ দলে তারা স্থান পেয়েছিলেন।
চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পাণ্ডিয়া। যদিও ২০১৯ সালের নিউজিল্যান্ড সফরের মাধ্যমে তিনি প্রত্যাবর্তন করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজে অংশগ্রহণ করেছিলেন রাহুল। তার আগে ইন্ডিয়া এ দলের হয়েও রাহুলকে খেলতে দেখা গিয়েছে। এদিকে সম্প্রতি ট্যুইটারে একটি ছবি ঘিরে চর্চার বিষয় হয়ে উঠেছেন এই ব্যাটসম্যান। ওই ছবিতে তাকে কফি পান করতে দেখা যাচ্ছে।
এই ছবি দেখার পরই নেটিজনেরা তাকে ট্রোল করা শুরু করেছেন। অনেকে টেনে এনেছেন কফি উইথ করণের প্রসঙ্গ। অনেকে এই তরুণ খেলোয়াড়কে মনে করিয়ে দিয়েছেন, “আপনার কফি বানানোর জন্য কি করণকে ডাকতে হবে!!” আর এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, রাহুল একা একা? প্রশান্ত মৌহর নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, কফি উইথ করণ আপনার কেরিয়ারের থেকেও অধিক মূল্যবান!! আসাদ নামে আর এক ট্যুইটার ব্যবহারকারী রাহুলকে পরামর্শ দিয়েছেন, অনুগ্রহ করে কফি থেকে দূরে থাকুন। অভিষেক কুলকার্ণি নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, আপনি কোথায় রয়েছেন তা জানতে চান করণ জোহর।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য