করোনাভাইরাসের প্রকোপে এখন থমকে গিয়েছে গোটা বিশ্বের জনজীবন। অধিকাংশ দেশেই চলছে লকডাউন। মারণ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন দিন আনা-দিন খাওয়া মানুষ। বিভিন্ন ক্রিকেটার তাদের এনজিওর মাধ্যমে এই ধরণের অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু ক্রিকেটারই নন, অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বরাও মানব সভ্যতার এই কঠিন সময়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। অর্থের পাশাপাশি গরীবদের তারা খাবারও বিতরণ করেছেন।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে একজন অন্যতম সম্মানীয় আম্পায়ার হয়ে উঠেছেন পাকিস্তানের আলিম দার। ক্রিকেট মাঠে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি সমগ্র ক্রিকেট বিশ্বে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে শুধু অসাধারণ আম্পায়রই নন, এবার তিনি প্রমাণ করলেন, মানুষ হিসেবেও তার জুড়ি মেলা ভার। করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে সমগ্র পাকিস্তানে এখন লকডাউন চলছে। এই অবস্থায় যেসব দিনমজুর কাজ হারিয়েছেন, তাদের বিনামূল্যে খাবার সরবারহ করার সিদ্ধান্ত নিয়েছে আলিম দারের রেস্তোরাঁ। প্রসঙ্গত, ক্রিকেট আম্পায়ারিংয়ের পাশাপাশি আলিম দারের রেস্তোরাঁর ব্যবসাও আছে। পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোরে রয়েছে তার রেস্তোরাঁ। কোভিড-১৯ এর জেরে এখন পাকিস্তানের অন্যান্য অংশের মতো লাহোরেও চলছে লকডাউন।
‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করোনাভাইরাসকে পরাজিত করতে পারি’: আলিম দার
বোলনিউজ ডট কম নামের একটি ওয়েবসাইটে তিনি বলেছেন, এই সময়টা সত্যিই বেশ কঠিন, বিশেষত আমাদের সমাজের দরিদ্র মানুষের কাছে। এই দুর্দিনের সময়ে আমরা কর্মহীন এবং উপযুক্ত মানুষদের আমাদের রেস্তোরাঁর বাইরে দুপুর ২টো থেকে দুপুর ৩টে পর্যন্ত বিনামূল্যে খাবার বিতরণ করছি। শুধু দিনমজুর নন, লাহোরে বসবাসকারী সমস্ত দরিদ্র মানুষকে এই সুবিধা প্রদান করছেন আলিম দার। তিনি মনে করেন, প্রত্যেকেই যদি নিজের সামর্থ অনুযায়ী এই রকম কিছু দান করতে পারেন, তাহলে বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে তৈরি হওয়া আতঙ্ককে আমরা পরাজিত করতে পারি। তিনি বলেন, বর্তমান সঙ্কটের সময়ে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং নিজেদের সামর্থ অনুযায়ী যোগদান দিতে হবে। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করোনাভাইরাসকে পরাজিত করতে পারি।
৫১ বছর বয়সী আলিম দার হলেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল আম্পায়ার। তিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত। ২০০০ সালে তিনি আম্পায়ার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। এখনও পর্যন্ত আলিম দার ১৩২টি টেস্ট ম্যাচ, ২০৮টি ওডিআই এবং ৪৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি অভিজ্ঞ আম্পায়ার। এখনও পর্যন্ত তিনি মোট ৩৮৬টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য