সীমিত ওভারের সিরিজের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিযান শুরু করবে দুনিয়ার ১ নম্বর টেস্ট দল ভারত। তবে ওডিআইতে বিরাট কোহলির দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে কিউই শিবির। ২০১৪ সালের পর এই প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ২০১৯ সালে তারা একটি টেস্ট ম্যাচেও পরাজিত হয়নি। ২০২০ সালেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় ভারত। সুতরাং লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা ভালোভাবে জানেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যেকোনো ফরম্যাটে আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলি, সেটা একটা চ্যালেঞ্জ। তারা সব সময়ের মতো প্রতিযোগিতার স্তরকে বৃদ্ধি করে। যে ধরণের ক্রিকেট খেলে আমরা সফল হয়েছি, সেটাই বজায় রাখতে হবে।
‘বিশ্বমানের’ ভারতের প্রশংসা করলেন কেন উইলিয়ামসন
বিরাট কোহলির ব্যাপারে জিজ্ঞাসা করলে উইলিয়ামসন বলেন, সমস্ত ফরম্যাটেই ভারতীয় অধিনায়ক একজন অন্যতম সেরা ক্রিকেটার। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতীয় দলে উচ্চ মানের একাধিক খেলোয়াড় রয়েছেন। সুতরাং কিউইরা কেবলমাত্র কোহলির উপর নজর রাখবে না। তিনি বলেন, অবশ্যই সমস্ত ফরম্যাটেই বিরাট একজন অন্যতম সেরা খেলোয়াড়। ওদের দলটাও উচ্চমানের। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার আগে রয়েছে। এবং এর পিছনে কারণ আছে। ওদের দলে ভালো মানের ব্যাটসম্যান এবং বিশ্বমানের ফাস্ট বোলিং আক্রমণ আছে। সুতরাং নিশ্চিতভাবেই একজন খেলোয়াড়ের উপর নজর দেওয়া ঠিক হবে না। দলগতভাবে আমাদের এগোতে হবে।
সিরিজ চলাকালীন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে মাঠের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এই সিরিজে ভালো খেলার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় ভারত। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে পরাজিত করার পর ওডিআই সিরিজে এসে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। কিউইদের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটের তিনটি ম্যাচেই তারা পরাজিত হয়। টেস্ট সিরিজে ভালো খেলে হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার দিকেও কোহলিদের নজর থাকবে।
- Test Series New Zealand vs India
- India
- New Zealand
- New Zealand VS India ( Feb 21,2020 )
- New Zealand VS India ( Feb 29,2020 )
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- কোহলির দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় তিনি বল ঠিকঠাক দেখতে পাচ্ছেন না: কপিল দেব
- দ্বিতীয় টেস্টে অনিশ্চিত পৃথ্বী শাউ, তার স্থানে আসতে পারেন শুভমান গিল
- নিউজিল্যান্ডে প্রথম টেস্টে হারলেও ভারতের বোলিংকে বিশ্বমানের তকমা দিলেন ম্যাকগ্রা
- ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ: নিউজিল্যান্ড দলে ফিরলেন ট্রেন্ট বোল্ট
- ‘এরা যখন ভারতে আসবে, তখন দেখিয়ে দেব’
মন্তব্য