টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথ স্বমহিমায় ফিরে আসার পর দুনিয়ার এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের তকমা খুইয়েছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় অধিনায়ক সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডেবিউটান্ট খেলোয়াড় সেনুরান মুথুস্বামীর ডেলিভারিতে অল্প রানেই (২০) আউট হন কোহলি। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আবার সেই পুরানো কোহলিকে দেখা গেল। টেস্ট ক্রিকেটে এদিন তিনি করলেন ২৬তম শতরান।
ভারতীয় অধিনায়ক গতকাল যখন ক্রিজে নামেন তখন দলের স্কোর ছিল ১৬৩/২। তার সঙ্গে ছিলেন শতরানকারী মায়াঙ্ক আগারওয়াল। তবে তাদের পার্টনারশিপ দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮ রানের মাথায় আউট হন মায়াঙ্ক। তারপর মাঠে নামেন অজিঙ্কে রাহানে। তখন দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফিরে আসার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল। আগুনে পেস বোলিং করছিলেন কাগিসো রাবাদা। কিন্তু কোহলি-রাহানে জুটি সেই চ্যালেঞ্জে উতরে যান। আপাতত দুজনেই ক্রিজে সেট হয়ে গিয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতির সময় ভারতের স্কোর ৩৫৬/৩। ১০৪ রানে নট আউট রয়েছেন কোহলি। অন্যদিকে ৫৮ রানে নট আউট রয়েছেন রাহানে। এদিনের শতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ২৬তম শতরান করেন ভারতীয় অধিনায়ক। এই নজির সৃষ্টি করার পরই ট্যুইটারে শুভেচ্ছাবার্তায় ভেসেছেন কোহলি। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ট্যুইট করে বলেন, আর পাঁচটা দিনের মতো এটাও কোহলির কাছে একটা সাধারণ দিনের মতো। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানান, কোহলি খুব শীঘ্রই শতরান করবেন সেটা প্রত্যাশিত ছিল।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- ব্যাট হাতে টেস্টে সফল হওয়ায় কোহলিকে ধন্যবাদ জানালেন রোহিত
- দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বিপুল ব্যবধানে হারাল ভারত
- দ্বিতীয় টেস্ট: তিন উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির দ্বিশত রান: একাধিক রেকর্ড করলেন ভারতীয় অধিনায়ক
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট: ফের শতরান করলেন মায়াঙ্ক আগারওয়াল
মন্তব্য