ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে সর্বোচ রান স্কোরার রোহিত শর্মার সুযোগ না পাওয়ার পাশাপাশি রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ঋদ্ধিমান সাহার বাদ পড়া নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যান্টিগায় ভারতের প্রথম একাদশ দেখে অনেকে অবাক হয়েছেন। দলে একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজা এবং ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্থান পেয়েছেন হনুমা বিহারী।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের ভালো খেলার রেকর্ড আছে। হোল্ডারদের বিরুদ্ধে চারটি শতরান সহ ৫৫২ রান করেছেন তিনি। পাশাপাশি হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ১১টি টেস্টে চারবার নিয়েছেন পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের ঝুলিতে রয়েছে মোট ৬০ উইকেট। এহেন অশ্বিন অ্যান্টিগা টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন সুনীল গাভাস্কার। ম্যাচের ধারাবিবরণী দেওয়ার সময় তিনি বলেন, এটা খুবই অবাক করার ব্যাপার যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো রেকর্ড থাকা একজনকে (অশ্বিন) প্রথম একাদশে জায়গা দেওয়া হল না।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর থেকেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের অবনতি হওয়া নিয়ে নানা খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশের অনুমান, এই খবর সত্য। এর জেরেই অ্যান্টিগা টেস্টে প্রথম একাদশে ঠাঁই পাননি রোহিত। টেস্ট ক্রিকেটে রোহিতের গড় ৩৯। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ২টি শতরান করেছেন। স্বাভাবিকভাবে তাকে অনেকেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন। তাছাড় ইংল্যান্ডে সমাপ্ত হওয়া বিশ্বকাপে তিনি দুরন্ত খেলেছেন, যা দেখে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে ওডিআইয়ের মতো এবার টেস্টেও রোহিতকে ওপেনার হিসেবে ব্যবহার করুক ভারত।
তবে প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দল নির্বাচন যে সঠিক হয়েছে তা প্রমাণ করতে একাধিক যুক্তি তুলে ধরেন অজিঙ্কে রাহানে। অশ্বিনের মতো খেলোয়াড়দের দলে থাকা প্রয়োজন তা স্বীকার করলেও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। রাহানে বলেন, টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, এই উইকেটে জাডেজা উপযুক্ত। কারণ এখানে বোলিংয়ে সক্ষম একজন ষষ্ঠ ব্যাটসম্যান প্রয়োজন ছিল।
দলে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার প্রথম একাদশে স্থান না পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। অ্যান্টিগা ম্যাচে কিপিং করছেন ঋষভ পন্ত। তবে ৩২টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ঋদ্ধিমানের বিদেশের মাটিতে ভালো রান করার রেকর্ডও রয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য